স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি সন্দেশখালি থানার দুর্গামণ্ডপ গ্রামের। ধৃত দেবব্রত অধিকারীকে বৃহস্পতিবার বসিরহাটের এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, দু’বছর আগে কণিকা মণ্ডলের (২২) সঙ্গে দেবব্রতবাবুর বিয়ে হয়েছিল। মৃতার বাবার অভিযোগ, চাহিদামত যৌতুক দেওয়া সত্ত্বেও আরও পণের দাবিতে মেয়ের উপরে অত্যাচার করা হত। যদিও অভিযোগ অস্বীকার করে দেবব্রতবাবুর দাবি, তাঁর স্ত্রী প্রায়ই সামান্য বিষয়ে উত্তেজিত হয়ে পড়তেন। বুধবার সকালে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালের পথে তাঁর মৃত্যু হয়। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
|
পুজোর রেশ মিটতে না মিটতেই ডাকাতির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গাবরডা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় মাছ ব্যবসায়ী অরুণ মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে একদল সশস্ত্র দুষ্কৃতী নগদ ৩০ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে পালায়। পুলিশের অনুমান দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে এসেছিল।
|
আগুনের হাত থেকে বেঁচে গেলেন মিনাখাঁ থানার চকআহমেদপুর গ্রামের একটি পরিবার। যদিও বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দশমীর রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে বিদ্যাধরী নদীতে বিসর্জন দেখতে গিয়েছিলেন মাছ ব্যবসায়ী হরিপদ মণ্ডল। সেই সময় তাঁর বাড়িতে আগুন লাগে। পুলিশের অনুমান, শর্ট-সার্কিটের ফলে আগুন লাগে।
|
ভাড়াটের চার বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে শুক্রবার নৈহাটির এক ব্যক্তিকে ধরল পুলিশ। সোমবার এই ঘটনা ঘটে।
|
বিসর্জন দেখতে গিয়ে এক মহিলার সঙ্গে বচসা ও পরে মারধরের জেরে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠল। বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় মৃতের নাম সঞ্জীব মণ্ডল (১৭)। বাড়ি বারাসতের উত্তরায়ণ সি ব্লকে। শুক্রবার সকালে সঞ্জীবের দাদা সম্রাট ওই মহিলা-সহ তিন জনের বিরুদ্ধে বারাসাত থানায় ভাইকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে এক মহিলার সঙ্গে বচসা বাধে। অভিযোগ, রাতেই সঞ্জীবের পরিচিত তিন জন তাকে ডেকে নিয়ে যায় বলে পরিবার সূত্রের খবর। কিছুক্ষণ পরে বাড়ি ফিরলে সঞ্জীবের রক্তবমি শুরু হয়। শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তার। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার সুগত সেন বলেন, “খুনের মামলা রজু করে তদন্ত শুরু হয়েছে।”
|
প্রতিমা নিরঞ্জনে বাজি ফাটানো ঘিরে গোলমালের ঘটনা ঘটল। বৃহস্পতিবার, চম্পাহাটিতে। পুলিশ জানায়, স্থানীয় এক ক্লাবের সদস্যেরা জল বোমা ফাটানোয় হৃদ্রোগে আক্রান্ত স্থানীয় এক মহিলা অসুস্থ বোধ করেন। তাঁর বাড়ি থেকে বাজি ফাটাতে নিষেধ করায় সদস্যেরা কিছু বাসিন্দাকে মারধর করেন। কয়েক জন পুলিশকর্মীও তাঁদের হাতে হেনস্থা হন। পুলিশ জানায়, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন এক জন।
|
দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন খড়দহের এক যুবক। পুলিশ জানায়, শুক্রবার রাতে খড়দহ স্টেডিয়ামের পিছনে গৌতম মুখোপাধ্যায় নামে ওই যুবকের বুকে গুলি করা হয়। খড়দহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গৌতম জমি-বাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। |