পুনর্বিন্যাসে আসন বাড়ল পঞ্চায়েতের |
এলাকা পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ দিনাজপুরে ত্রিস্তর পঞ্চায়েতে আসন সংখ্যা বাড়ছে। জেলা পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মূলত জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসন বাড়বে। জেলা পঞ্চায়েত আধিকারিক প্রলয় রায়চৌধুরী বলেন, “পুনর্বিন্যাসের তালিকা মেনে ওই আসনগুলি বাড়বে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬৫টি। ওই সংখ্যার রদবদল হচ্ছে না। কিন্তু জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সংসদের আসন সংখ্যা বাড়ছে। আগামী জানুয়ারি মাসে পঞ্চায়েত ভোট হবে ধরে নিয়ে পুনর্বিন্যাস তালিকা তৈরির পাশাপাশি আসন সংরক্ষণের কাজও শুরু হয়েছে। জেলা পঞ্চায়েত আধিকারিক প্রলয় রায়চৌধুরী জানান, এসসি এসটি ওবিসি’র পাশাপাশি মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ প্রক্রিয়া বাধ্যতামূলক করতে সমীক্ষার কাজ শুরু হয়েছে। পুণর্বিন্যাসের তালিকা অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের আসন ১৭টি থেকে বেড়ে ১৮টি হচ্ছে। নতুন আসনটি গঙ্গারামপুর ব্লকের। জেলার আটটি ব্লকের আটটি পঞ্চায়েত সমিতির ৫টিতে সদস্য সংখ্যা বাড়ছে। আটটি পঞ্চায়েত সমিতিতে ১৮০ জন প্রতিনিধি আছেন। সেটা হবে ১৯০ জন। তবে কুশমন্ডি, বংশীহারী ও কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির আসন বাড়ছে না। পঞ্চায়েতের সদস্য সংখ্যাও বাড়বে। গত নির্বাচনে জেলার ৬৫ গ্রাম পঞ্চায়েতের ৭৮১টি সংসদ থেকে ৮৪৩ জন নির্বাচিত হয়েছেন। একটি সংসদে দু’জন প্রতিনিধিও ছিলেন। এ বার পুনর্বিন্যাসের ফলে গ্রাম সংসদের সংখ্যা বেড়ে হচ্ছে ১ হাজার ২টি। জেলার ৮ লক্ষ ৭০ হাজার ৭৭৪ জন ভোটদাতাকে ধরে ওই আসন পুনর্বিন্যাস হয়েছে বলে পঞ্চায়েত দফতর জানিয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী এ দিন বলেন, “রাজ্য পঞ্চায়েত দফতরের নির্দেশ মতো দ্রুত আসন সংরক্ষণ তালিকা প্রকাশ করা হবে।”
|
রাস্তা মেরামত এখনো হয়নি। সবে আর্থিক বরাদ্দ মিলেছে। আর তাতেই তুফানগঞ্জ-১ ব্লকে মারুগঞ্জে বেহাল পথ মেরামতের কৃতিত্ব নিয়ে তৃণমূল বিধায়ক ও সিপিএমের কোচবিহার জেলা পরিষদ সভাধিপতির তরজা প্রকাশ্যে। শুক্রবার ঘটা করে মারুগঞ্জে দলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মারুগঞ্জ-আলুধোয়া বেহাল রাস্তা মেরামতের কাজের সূচনা করেন নাটাবাড়ির তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। ওই অনুষ্ঠানে তুফানগঞ্জ-১ বিডিও তাপস সিংহরায়, মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধীরেন্দ্র নাথ অধিকারী, উপপ্রধান অসীম দাস উপস্থিত ছিলেন। তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের দাবি, রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতর ওই রাস্তা মেরামতের জন্য ৯৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে। কোচবিহার জেলা পরিষদের সিপিএম সভাধিপতি দিলীপ বিশ্বাস বলেন, “কেন্দ্রের আর আই ডি এফ প্রকল্পে ওই রাস্তা মেরামতের জন্য ২০১০ সালে আর্থিক অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়। সম্প্রতি ওই রাস্তা মেরামতের জন্য ১ কোটি ৯ লক্ষ টাকার আর্থিক অনুমোদন এসেছে। ওই কাজের টেন্ডার ডাকা হয়েছে।”
|
আরও জনমুখী হতে নাগরিকদের নিজের মোবাইল নম্বর বিলোলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়। অপরাধজনিত সমস্যা দ্রুত নিরসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে মানুষের আস্থা অর্জনে এক ধাপ এগোলেন। তিনি বৃহস্পতিবার রাতে বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী ক্লাবের বিজয়া সম্মিলনী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘটনা বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপস্থিত শতাধিক দর্শকের কাছে পুলিশের মানবিক হয়ে ওঠার কিছু ঘটনার উল্লেখ করে পুলিশ-পাবলিকের আরও নিবিড় সম্পর্কের কথা বলেন।
|
হলদিবাড়ির বেলতলি গ্রামে বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে ভাণ্ডানি পুজো। শুক্রবার বিকালে পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মেলা। রাজবংশী সমাজের বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা কৈলাসে যাওয়ার আগে একটি কুটিরে আশ্রয় নেন। সেই বিশ্বাসে খড়ের চাল দেওয়া কুটিরে দেবীর পুজো হয়। বেলতলি গ্রামে ৩৪ বছর ধরে পুজো হচ্ছে। আগে যেখানে এই গ্রাম ছিল তা তিস্তার গর্ভে বিলীন হয়েছে। গ্রামের প্রবীণ বাসিন্দা ফণীন্দ্রনাথ রায় জানিয়েছেন, আগে গ্রামে যেখানে ভাণ্ডানির পুজো হত সেখানকার পুজো ধরলে এই পুজোর বয়স ৫৯ বছর। পুজো কমিটির সম্পাদক নৃপেন্দ্রনাথ রায় জানান, গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে এই পুজো করা হয়। এখানে দেবী ভাণ্ডানি চর্তুভুজা, সিংহবাহিনী, হাতে ত্রিশূল। অসুর নেই তবে সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই আছেন। পুজোয় হলদিবাড়ি, বেরুবাড়ি, মন্ডলঘাট ও জলপাইগুড়ির বাসিন্দারাও ভিড় করেন।
|
ভিন রাজ্যে কাজে যাওয়া নিয়ে পারিবারিক গণ্ডগোলে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের শিববাড়ি এলাকার ঘটনা। শুক্রবার সকালে বাড়ির পাশে পুজো মণ্ডপের পিছনে ওই যুবকের ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। মৃতের নাম অর্জুন সরকার (১৮)। পুলিশ জানায়, গলায় দড়ির ফাঁস দিয়ে ওই যুবক আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। মৃতের বাবা জ্যোতিষ সরকারের সাত ছেলের মধ্যে পঞ্চম ছেলে ছিলেন অর্জুন। তিনি মুম্বইতে শ্রমিকের কাজ করেন। পুজোর আগে বাড়ি আসেন। কিন্তু মুম্বইতে তিনি আর কাজে যেতে না চাইলে বাবার সঙ্গে তাঁর ঝগড়া হয় । জ্যোতিষবাবু বলেন, “কাজে না গেলে সংসার কিভাবে চলবে? এই কথা বলে ওকে বাড়ি ছাড়তে বলি। সে জন্য এত বড় ঘটনা ঘটাবে তা ভাবতে পারিনি।” অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
|
নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে বণ্টন কোম্পানির রোষে বালুরঘাটের ২২টি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। শুক্রবার ওই ২২টি ক্লাব কর্তৃপক্ষকে মোট প্রায় ২৬ হাজার টাকা জরিমানা ধার্য করে চিঠি দেয় বিদ্যুৎ দফতর। পর্ষদের অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীপ্তেন দত্ত জানান, পুজোয় মন্ডপে ঘুরে ‘স্পট ফাইন’ করা হয়েছিল। |