কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা আরও ৩ মন্ত্রীর |
আগামিকাল মন্ত্রিসভায় রদবদল আনতে চলেছে ইউপিএ সরকার। গতকালই বিদেশমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এস এম কৃষ্ণ। আজ সকালে প্রধানমন্ত্রীর দেখা করেন তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন। অন্য দিকে, আজ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী সুবোধকান্ত সহায় ও সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রী মুকুল ওয়াসনিক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এস এম কৃষ্ণ সাংবাদিকদের জানিয়েছেন, নতুন প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় হয়েছে। ওঁদের আরও বেশি করে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি তিনি জানান, তাঁর আমলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নতি হয়েছে। নিয়ন্ত্রণরেখার বিষয়টি ইন্দো-চিন সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি। এছাড়া তিনি যথাযথ দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
|
কাঁথিতে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ |
আজ সকালে কাঁথির কালীহাটে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, দু’পক্ষের মধ্যে কয়েকদিন ধরে চাপানউতোর চলছিল। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল সমর্থকরা জোর করে পার্টি অফিস দখল করতে এলে তারা বাধা দেন। তখনই তাদের উপর হামলা চালায় তারা। অন্য দিকে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওই পার্টি অফিসে বেআইনি কাজকর্ম হচ্ছিল, স্থানীয় মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। তবে কোনও হামলা চালানো হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
|