একই সিলিং ফ্যানে গলায় দড়ি দেওয়া দুই পুরুষ-মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাটের সেলামপুরে। পুলিশ জানায়, মৃতদের নাম দুলাল সামন্ত (৪৫) ও পরী ওস্তাদ (৪২)। পারিবারিক অশান্তির জেরেই দু’জনে আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান। দেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দুই প্রতিবেশীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই অভিযোগে গ্রামে একাধিক বার সালিশি সভা বসেছে। মৃত বধূর স্বামী ভাস্করবাবু বলেন, “দু’টো পরিবারই বিপন্ন হয়ে গেল।” একই বক্তব্য দুলালবাবুর আত্মীয় মাধুরী সামন্ত ও অষ্টমী সামন্তের।
|
বধূকে অপহরণের চেষ্টা ও তাঁর স্বামীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের সুলুট গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে এক গৃহবধূকে গ্রামেরই যুবক শেখ হামিদ অপহরণ করেন বলে অভিযোগ করেছিলেন মহিলার স্বামী। দিন চারেক আগে মহিলা নিজেই ফিরে আসেন। পরিবার-পরিজন ও গ্রামের মানুষকে তিনি জানান, মাদক জাতীয় কিছু খাইয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল। এ দিকে, বৃহস্পতিবার রাতে হামিদ ও তাঁর দুই সঙ্গী শেখ বক্সার, শেখ হাবিব ওই বধূর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। মহিলাকে ফের অপহরণের চেষ্টা করা হয়। খুনের হুমকি দেওয়া হয় স্বামীকে। গ্রেফতার হয় ৩ জন।
|
আগ্নেয়াস্ত্র, বোমা-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে ২টি পাইপগান, ৩ রাউন্ড গুলি এবং ৬টি কৌটো বোমা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ১টি মোটরবাইক, ৩টি মোবাইল। বৃহস্পতিবার রাতে উত্তরপাড়ার আইসি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে পুলিশ কোন্নগর ও লাগোয়া রিষড়ায় হানা দিয়ে তাদের ধরে। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে ৩ জন দু’সপ্তাহ আগে কোন্নগরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। মাস খানেক আগে কোন্নগরে নব হালদার নামে এক ব্যক্তি গুলিতে খুন হন। সেই ঘটনাতেও এরা জড়িত।
|
গোঘাটের তারাহাটের একটি ডোবা থেকে বৃহস্পতিবার সকালে তিনটি মাসকেট উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা জমিতে সেচের জন্য পাম্পের সাহায্যে ওই ডোবা থেকে জল তুলছিলেন। তখনই মাসকেটগুলি দেখতে পান। |