উত্তরবঙ্গ |
রাতভর বৃষ্টি হওয়ায় জলবন্দি লক্ষাধিক মানুষ, জলে ভেসে ২ জনের মৃত্যু |
|
নিজস্ব প্রতিবেদন: মহানন্দার বাঁধ মেরামত করছেন সেনা জওয়ানরা। শিলিগুড়ির মিলন মোড়ে বৃহস্পতিবার কার্তিক দাসের তোলা ছবি। রাতভর বৃষ্টিতে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির ফের কিছুটা অবনতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির মহানন্দা লাগোয়া এলাকায় জলের তোড়ে ভেসে ১টি দেড় বছরের শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে। নাম অঙ্কুশ ওঁরাও ও অর্ঘদীপ্ত পাল (২৪)। |
|
জল নামছে ভাঙনের ভয় |
নিজস্ব সংবাদদাতা, চাঁচল: গত ২৪ ঘন্টায় ফুলহারের জলস্তর সামান্য কমলেও ভাঙন বেড়ে যাওয়ায় মালদহের হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার নদীর জলস্তর কমলেও এখনও অসংরক্ষিত এলাকায় বিপদ সীমার উপর দিয়েই বইছে। সংরক্ষিত এলাকায় বিপদসীমার নিচে রয়েছে ফুলহার। ফলে হরিশ্চন্দ্রপুর ও রতুয়ার ৮টি গ্রামের বাসিন্দাদের জলবন্দি দশা ঘোচেনি। |
|
|
|
জল বাড়ছে
কোচবিহারে |
|
চাষির হাতে ২৮ টাকা,
বাজার দর ৭০-৮০ |
ইংরেজবাজার পুরসভায়
বিক্ষোভে বামেরা |
|
নির্মীয়মাণ স্কুলবাড়ির একাংশ ভাঙল, তালা |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
মিলন মোড়ে দেখা, হাত মেলালেন অশোক-গুরুঙ্গ
|
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বন্যায় ভেসে দিয়েছে চরাচর। কিন্তু রাজনীতির দুই ভিন্ন স্রোত অভূতপূর্ব ভাবে কাছাকাছি চলে এল বৃহস্পতিবার শিলিগুড়ির উপকণ্ঠে মিলন মোড়ে। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ হাত জড়িয়ে ধরলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের। টিপটিপে বৃষ্টির মধ্যেই একে অপরকে বুকেও টেনে নিলেন তাঁরা। ছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকারও। |
|
বৃষ্টির রেকর্ড শিলিগুড়িতে |
কৌশিক চৌধুরী, শিলিগুড়ি: টানা মুষলধারে বৃষ্টি। দিনের কখনও কড়া রোদ। আবার রাতের আকাশ। নিমেষে আবার বদলে যাচ্ছে আবহাওয়া। রোদবৃষ্টির এই খেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে গিয়েছে শিলিগুড়িতে। গত ১৬ জুলাই শিলিগুড়িতে প্রায় ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কার্যত ভেসে যায় গোটা শহর। যা গত ৯ বছরের রেকর্ড বলেই কেন্দ্রীয় আবহাওয়া দফতরের আধিকারিকেরা জানিয়ে দিলেন। এর আগে ২০১১ সালের জুলাই মাসে শিলিগুড়িতে একদিন ২৩৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল। |
|
|
পাহাড় ডুয়ার্সে ফের
ভারী বর্ষা, হাঁটু-জল |
শহরে নিকাশি বেহাল,
পথ অবরোধে দুর্গতেরা |
|
|
নদী-গ্রাসে
বাঁধ, জমি |
|
ঠাঁই মিলল সুনীতাদের |
টুকরো খবর |
|
|