বিচারাধীন বন্দির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। বৃহস্পতিবার সংশোধনাগারের এক নম্বর ওয়ার্ডের শৌচাগার থেকে ওই বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃত বন্দির নাম সুবল দেবনাথ (৫১)। ময়নাগুড়ির পানবাড়ির বাসিন্দা ওই বন্দির বিরুদ্ধে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গত বছরের অক্টোবর মাসে পানবাড়ি এলাকা থেকে সুবলবাবুকে গ্রেফতার করে পুলিশ। জলপাইগুড়ি জেলা আদালতের নির্দেশে তাকে কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়। কারা বিভাগের অতিরিক্ত আইজি কমলকুমার মুখোপাধ্যায় বলেন, “জেলের ভেতরে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। রিপোর্ট পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ শৌচাগারে যান সুবলবাবু। শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় অন্য বন্দিদের। রাত ১২টা নাগাদ তাঁর মৃতদেহ দেখতে অন্য বন্দিরা। শৌচাগারের ঘুলঘুলিতে বাধা গামছায় ঝুলন্ত অবস্থায় সুবলবাবুর দেহ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যার। এদিনের ঘটনায় জলপাইগুড়ি জেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলের ভেতর নজরদারি স্বত্বেও কিভাবে এই ঘটনা ঘটল সেই প্রশ্ন তুলতে শুরু করেছে বন্দিদেরর একাংশ। বুধবার রাতে নজরদারিতে যে কারারক্ষীরা ছিলেন তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জেল সূত্রে জানা গিয়েছে। সুবলবাবুর মৃত্যুর খবর পেয়ে পানবাড়ি থেকে তার পরিবারের সদস্যরা এদিন জলপাইগুড়িতে যান। সুবলবাবুর ছেলে গৌরবাবু বলেন, “জেল কর্তৃপক্ষের গাফিলতি আছে। বাবা সুস্থই ছিলেন। এর পেছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে।” |
সতর্কতার নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জন্য শুক্রবার আলিপুরদুয়ার মহকুমার ব্লক আধিকারিকদের সর্তক থাকার নির্দেশ দিলেন মহকুমা শাসক। সেচচ দফতর সূত্রে জানা গিয়েছে, হাসিমারার কাছে তোর্সায় হলুদ সংকেত জারি রয়েছে। আলিপুরদুয়ার, হাসিমারায় জোর বৃষ্টি হয়েছে। জয়ন্তী বনবস্তি এলাকায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে জল ঢুকে ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। |
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আবেদন করেও মহকুমার বিভিন্ন কলেজগুলিতে স্নাতকে পাস কোর্সে ছাত্রছাত্রীদের একাংশ এখনও ভর্তি হতে পারেননি বলে অভিযোগ। বৃহস্পতিবার সমস্যা সমাধানের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি কলেজ, নকশালবাড়ি কলেজ, বাগডোগরা কলেজ, মুন্সি প্রেমচাঁদ কলেজ, সূর্যসেন কলেজে পাস কোর্সে আবেদন করে অনেক ছাত্রছাত্রী এখনও ভর্তি হতে পারেননি। ছাত্র পরিষদের দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক রোনাল্ড দে বলেন, “শিলিগুড়ি মহকুমার কলেজগুলিতে এখনও অন্তত ৭৭৮ জন পড়ুয়া আবেদন করেও ভর্তি হতে পারেননি। তাদের ভর্তির ব্যবস্থা করতে এ দিন উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। |
জল বন্ধ পাঁচ দিন
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপে ফাটল দেখা দেওয়ায় ধূপগুড়ি পুর এলাকার ৩টি ওয়ার্ডে পাঁচ দিন জল সরবরাহ বন্ধ। বৃহস্পতিবারেও পাইপ মেরামতের ব্যবস্থা না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ সামাল দিতে পুরসভার উদ্যোগে এলাকায় ট্যাঙ্কে জল সরবরাহ করা হচ্ছে। পুরসভার ভাইস চেয়ারম্যান অরূপ দে বলেন, “সমস্যা সমাধানে পুরসভার তরফে ট্যাঙ্কে জল সরবরাহ করা হচ্ছে।” |
দুর্ঘটনায় মৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রাকের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির তিনবাতি মোড় এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম গিরিপ্রসাদ দাহাল (৩৬)। তাঁর বাড়ি গ্যাংটকের সিংতামে। তিনি মোটরবাইক নিয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় একই দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি পড়ে যান। |
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস প্রভাবিত ওয়েস্ট বেঙ্গল রেগুলেটেড মার্কেট এমপ্লয়িজ ফেডারেশনের সভা হল শিলিগুড়িতে। বৃহস্পতিবার সকালে ওই সভায় সংগঠনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। মনোজবাবু জানিয়েছেন, পাইকারি বাজারের কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, পেনশন ব্যবস্থা চালু, কেন্দ্রীয়করণের মাধ্যমে সমানহারে মার্কেট ফি আদায়, কর্মীদের নিয়মিত বেতন ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দাবিগুলি গত মাসে বিভাগীয় মন্ত্রী অরূপ রায়কে জানানো হয়েছে। |