l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কিংস ইলেভেন পঞ্জাব
বনাম
চেন্নাই সুপার কিংস
বিস্তারিত স্কোর
দিল্লি ডেয়ারডেভিলস
বনাম
বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্স
বিস্তারিত স্কোর
গরমে ঠান্ডা পানীয়ের মতো আরামদায়ক আর কিছুই নেই। আর তা যদি হয় পুষ্টিকর তবে তো উপরি পাওনা! এ বারের
‘স্বাদবদল’
দেবে তারই সন্ধান। সঙ্গে নানা রূপে পনির
‘আপনার রান্নাঘরে’
। আর অবশ্যই দেশি-বিদেশি খবর নিয়ে
‘সংবাদের হাওয়াবদল’
।
আজকের শিরোনাম...
• জয়েন্টের ফলাফল ঘোষিত, কলকাতাকে টেক্কা জেলার
• ওয়াংখেড়েতে নিষেধাজ্ঞার মুখে শাহরুখ
• নন্দীগ্রামে ঘটনার চাঞ্চল্যকর তথ্য
বিস্তারিত...
মালদহে এ বার ‘বেনজির’
কাজিয়া ডিএম-এডিএমের
নিজস্ব সংবাদদাতা • মালদহ
ফের বিতর্কে মালদহের জেলাশাসক শ্রীমতি অর্চনা। এ বার তাঁর অফিসে সাংবাদিকদের ঢোকা ‘বন্ধ’ করতে পুলিশ মোতায়েন করানোর অভিযোগ উঠেছে জেলাশাসকের বিরুদ্ধে। যে অভিযোগ বুধবার দুপুরেই সাংবাদিক বৈঠক ডেকে অস্বীকার করেছেন শ্রীমতি অর্চনা। কিন্তু, জেলাশাসকই তাঁকে ওই ‘ফরমান’ জারির নির্দেশ দিয়েছেন বলে পাল্টা সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেছেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নুরুল ইসলাম। বলেছেন, “আমার মাথায় কি শিং গজিয়েছে, যে আমি ডিএমের নির্দেশ ছাড়া পুলিশ দাঁড় করিয়ে সাংবাদিকদের ঢোকা আটকানোর কথা বলব?” শুধু তাই নয়, তাঁর আরও ক্ষোভ, “এই জেলায় কাজ করা যায় না! তাই এই জেলা থেকে বদলি চেয়ে স্বরাষ্ট্র দফতরের (কর্মীবর্গ) কাছে আবেদন করেছি।”
বিস্তারিত...
ভরা বর্ষাতেই জিটিএ ভোট মেটাতে চায় রাজ্য
কিশোর সাহা • শিলিগুড়ি
দুর্যোগের আশঙ্কা সত্ত্বেও আগামী জুলাই মাসের মধ্যেই ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) ভোট করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। নির্বাচনের প্রয়োজনে তৈরি রাখা হবে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত একাধিক দলও (ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম)। রাজ্য সরকারের তরফে এই নির্বাচন নিয়ে যেমন ‘তৎপরতা’ রয়েছে, তেমনই দেরি করতে চাইছেন না গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্বও। মোর্চা অন্দরের খবর, দলের নেতাদের একটা বড় অংশ শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন, জিটিএ নির্বাচনের আগে জিটিএ-তে তরাই-ডুয়ার্সের এলাকার অন্তর্ভুক্তির দাবিকে ‘আপাত-গৌণ’ রাখতে আপত্তি নেই তাঁদের। মোর্চার প্রচার সচিব হরকা বাহাদুর ছেত্রী বলেন, “জিটিএ-ভোট যে কোনও সময়েই হতে পারে। আমরা প্রস্তুত।” জিটিএ-চুক্তির পরে প্রায় বছর ঘুরতে চললেও ভোট না হওয়ায় উন্নয়নের কাজ করতে সমস্যায় পড়ছে প্রশাসন।
বিস্তারিত...
সুব্রত মঞ্চে ডেকে নিলেন রেজ্জাককে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের এক কর্মশালায় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মঞ্চে ডেকে নিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের সিপিএমের বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে। বুধবার বারুইপুরে ওই জেলার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য ও বিডিওদের ওই কর্মশালায় রেজ্জাক মোল্লা প্রথমে সাধারণ প্রতিনিধিদের আসনেই বসেছিলেন। সুব্রতবাবু ও জেলা সভাধিপতি তৃণমূলের শামিমা শেখ সভা শুরু হতেই প্রাক্তন ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রীকে মঞ্চে বসার জন্য অনুরোধ করেন। তাঁর সম্পর্কে সুব্রতবাবু বলেন, “উনি নিজেকে চাষির বেটা বলেন। তা ভালো লাগে। উনিও উন্নয়নের সঙ্গে রয়েছেন।” তবে রেজ্জাক মোল্লার বক্তব্য, “আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। তাই এসেছি। তবে উন্নয়ন কতটা হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।” এ দিনের কর্মশালায় অনুপস্থিত ছিলেন বাসন্তীর আরএসপি’র বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর।
বিস্তারিত...
আদ্রা বিদ্যুৎকেন্দ্রের জন্য
কয়লামন্ত্রীকে চিঠি দিলেন মুকুল
অনমিত্র সেনগুপ্ত • নয়াদিল্লি
জলের সমস্যা মিটেছে কিছু দিন আগে। প্রস্তাবিত আদ্রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কয়লা পেতে এ বার কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়ালের দ্বারস্থ হলেন রেলমন্ত্রী মুকুল রায়। কয়লা মঞ্জুরি সংক্রান্ত প্রস্তাবটি যাতে অবিলম্বে মন্ত্রিসভায় পাশ করানো হয়, তার জন্য কয়লামন্ত্রীর কাছে দরবার করেছেন মুকুল। কয়লা পাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত মিললেই পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য আবেদন করবে রেল। বছর দু’য়েক আগে রেল মন্ত্রক এবং এনটিপিসি-র যৌথ উদ্যোগে আদ্রায় ১৩২০ মেগাওয়াটের ওই বিদ্যুৎ প্রকল্প গড়ার ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র থাকলে অর্থ সাশ্রয় হবে, এই যুক্তি থেকেই ওই প্রকল্প গড়ার সিদ্ধান্ত নিয়েছিল রেল মন্ত্রক। কিন্তু এত দিন পরেও তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা, নদীর জল এবং পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের অভাবে রেল কিংবা এনটিপিসি কোনও সংস্থাই কার্যত কাজে হাত দিতে পারছিল না। প্রকল্পের জন্য ১ কোটি ১০ লক্ষ গ্যালন জলের প্রয়োজন ছিল। দীর্ঘ জটিলতার পর সেই সমস্যা মিটেছে বলেই রেল মন্ত্রকের দাবি।
বিস্তারিত...
জিপে পিষে মৃত্যু, তোলা
তুলতে দেহ ‘লুকোল’ পুলিশই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
লরির কাছ থেকে তোলা নেওয়ার জন্য ধাওয়া করছিল পুলিশের জিপ। সেই সময়েই উল্টো দিক থেকে সাইকেলে আসছিলেন যতীন মণ্ডল। তখন রাত ৯টা। যতীনকে পিষে দিল পুলিশের জিপ। তড়িঘড়ি তাঁর মৃতদেহ জিপে তুলে নিয়ে পুলিশ ফের ধাওয়া করল লরিটিকে। তোলা যে না-তুললেই নয়! স্বামীর এই মর্মান্তিক মৃত্যু এবং মৃত্যুর পরে তাঁর দেহ নিয়ে পুলিশের এই অর্থলোলুপতার কাহিনি কলকাতা হাইকোর্টে জানালেন যতীনের স্ত্রী নমিতা মণ্ডল। বিচার চাইলেন উচ্চ আদালতে। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি দীপঙ্কর দত্ত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাত থেকে এই তদন্তের দায়িত্ব সরিয়ে সিআইডি-কে দেন। সেই সঙ্গেই জানিয়ে দেন, সব ধরনের প্রভাবমুক্ত তদন্ত আশা করেন তিনি। ঠিক কী ঘটেছিল? ২০১০ সালের ৮ এপ্রিল রাতে সাইকেলে বাড়ি ফিরছিলেন যতীন। আবেদনকারিণীর আইনজীবী কল্লোল মণ্ডল হাইকোর্টে বলেন, পুলিশ কত নৃশংস হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।
বিস্তারিত...
বাবা-মা’কে খুন করে আত্মসমর্পণ
সমীর দত্ত • বান্দোয়ান
বাবা ও মাকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন এক যুবক। বুধবার বান্দোয়ান থানার বুড়িঝোর গ্রামের ঘটনা। পুলিশ গ্রামে গিয়ে সুখরাম মুর্মু (৫৬) ও তাঁর স্ত্রী নীলমণি মুর্মু-র (৪৭) দেহ উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় তাঁদের খুনে ব্যবহার করা কুড়ুল ও একটি ছুরি। গ্রেফতার করা হয় রবি মুর্মু নামের ওই যুবককে। পুলিশ সুপার সি সুধাকরের কথায়, “খুনের কারণ স্পষ্ট নয়। ওই যুবককে জেরা করা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বন্দোয়ান থানায় উসখোখুসকো অবস্থায় রবি হাজির হয়ে পুলিশ কর্মীদের জানান, সে তার মা ও বাবাকে খুন করে এসেছে। সে আত্মসপর্মণ করতে চায়। এরপরেই পুলিশ বুড়িঝোর গ্রামে যায়। রবিদের বাড়ি গ্রামের এক প্রান্তে। বাড়ি থেকে প্রায় দেড়শো মিটার দূরে সুখরামবাবুর দেহ পড়েছিল।
বিস্তারিত...
জলসঙ্কটে ক্যানিংয়ের বহু এলাকা
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
গরম বাড়তেই তীব্র পানীয় জলসঙ্কটে ভুগতে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। বহু জায়গাতেই খারাপ হয়ে পড়ে রয়েছে পানীয় জলের নলকূপ। পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে দূরের গ্রাম থেকে। পানীয় জলের সঙ্কটের জন্য পঞ্চায়েত-জেলা প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ওই সব এলাকার মানুষ। ক্যানিং মহকুমার শহর এলাকা ছাড়াও গোসাবা, বাসন্তী প্রভৃতি এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। ক্যানিং শহরে পানীয় জল সরবরাহ করা হয় পাইপ লাইনের মাধ্যমে। কিন্তু সেই সরবরাহও নিয়মিত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। গোসাবা বাজারে পানীয় জল নিতে তাঁদের রাত ১০-১১টা পর্যন্ত লাইন দিয়ে থাকতে হয় বলে অভিযোগ স্থানীয় মানুষের। প্রচণ্ড গরমে বেশিরভাগ জায়গায় পুকুরের জলও তলানিতে ঠেকেছে। কোনও কোনও জায়গায় ২-৩ কিলোমিটার হেঁটে পানীয় জল আনতে হচ্ছে গ্রামবাসীদের।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আবাসনে ইঞ্জিনিয়ারিং
ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
রাস্তা অবরোধে
জমিহারারা
দক্ষিণবঙ্গ
নৈহাটিতে ভাগচাষির
অস্বাভাবিক মৃত্যু
কারখানায় আগুন,
অগ্নিদগ্ধ ৭ শ্রমিক
বর্ধমান
তালিতে বাস দুর্ঘটনায়
মৃতের সংখ্যা বেড়ে ৭
অর্পণ-হত্যার কিনারা
হয়নি, ক্ষুব্ধ সিপিএম
পুরুলিয়া
পুড়ে ছাই ১৯টি বাড়ি,
দমকল নিয়ে ক্ষোভ
ভবন নেই, ভরসা
খোলা আকাশ
মুর্শিদাবাদ
সোনার দুলের লোভে
খুন বালিকাকে
গুণিনদের গোষ্ঠীদ্বন্দ্বে
খুন, বলছে পুলিশ
মেদিনীপুর
নন্দীগ্রাম পুনর্দখলে
লক্ষ্মণই নিশানায়
এলডিএমকে চিঠি বিডি’ওর,
অ্যাকাউন্ট বন্ধে মজুরিও বন্ধ
কলকাতা
৪০.৫/২৯.৬
আজকের দিনে
• ১৮৬৫
:
রাষ্ট্রপুঞ্জের বিশেষ শাখা আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়নের প্রতিষ্ঠা। প্রধান কার্যালয় জেনিভায়। সদস্য দেশের সংখ্যা ১৯৩।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.