পুড়ে ছাই ১৯টি বাড়ি, দমকল নিয়ে ক্ষোভ
গুনে পুড়ে গেল ১৯টি মাটির বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত আরও দু-চারটি বাড়ি। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার মাজুরিয়া গ্রামের বাউরিপাড়ায়। প্রথমে গ্রামবাসী ও পরে দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা তিনেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো যায়নি বাড়িগুলিকে। চাল-ধান, টাকা-পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র, বই-খাতা সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
গ্রামবাসীদের ক্ষোভ, খবর দেওয়া সত্ত্বেও সময়মতো দমকলের ইঞ্জিন না আসায় এবং কাছে জল না থাকায় বাড়ি পুড়ছে দেখেও তাঁরা বিশেষ কিছুই করতে পারেননি। স্থানীয় সূত্রের খবর, মাজুরিয়া গ্রামের বাউরিপাড়াটি ঘনবসতিপূর্ণ। শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। এ দিন সকালে অধিকাংশ পুরুষই কাজে বেরিয়েছিলেন।
দুবরাজপুরে ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।
বেলা সাড়ে ১১টা নাগাদ অধিকাংশ বাড়িতে রান্নাবান্নার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেই সময় স্থানীয় সুনীল বাউড়ির বাড়ির পাশে থাকা খড়ের পালুইয়ে প্রথম আগুন লাগে। দেখতে দেখতে আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। আগুন ক্রমে ছড়িয়ে পড়ে পড়শি পার্থ, নিধিরাম, পলাশ, কৈলাশ, সুখেন বাউরিদের বাড়িতে। চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে আসেন। কিন্তু ততক্ষণে দাউদাউ করে জ্বলছে গোটা পাড়া। সুন্দরা বাউরি ,পূর্ণিমা বাউরিরা বললেন, “এত তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ল যে বাড়িতে থাকা একটা জিনিসও বাঁচাতে পারিনি। আমাদের সব শেষ।” এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, আগুন তখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। চারদিকে কান্নার আওযাজ আর পোড়া গন্ধ। একাধিক বাড়ি ও খড়ের পালুইয়ের আনাচে কানাচে আগুন জ্বলছে। তা নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাসিন্দারা। ওই পাড়ার কাছে থাকা একটি মাত্র ডোবার জল তখন শেষ হয়ে এসেছে। জল শেষ দমকল বাহিনীর সঙ্গে থাকা ট্যাঙ্কারেও। দমকলের দ্বিতীয় ইঞ্জিন এল বেশ কিছুক্ষণ পরে।
সাঁইথিয়ার ভেলিয়ান গ্রামে অনির্বাণ সেনের তোলা ছবি।
শেষ পর্যন্ত দুপুর আড়াইটে নাগাদ আগুন পুরোপুরি আয়েত্তে আসে। আগুনের কারণ এখনও অজানা।
স্থানীয় লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রধান মহম্মদ ইসমাইল বলেন, “অন্তত ১৮-২০টি ঘর পুড়েছে। আপাতত এতগুলি মানুষের জন্য সাধ্যমতো ত্রানের ব্যবস্থা করছি। বাসিন্দাদেরকেও বলেছি সাহায্য চেয়ে দুবরাজপুর ব্লকে আবেদন জানাতে।” দুবরাজপুরের বিডিও গোবিন্দ দত্ত বলেন , “আমার প্রতিনিধি ওই গ্রামে গিয়েছিলেন। যেটুকু রিপোর্ট পেয়েছি, তাতে ১৯টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দু’টি বাড়ি। প্রয়োজনীয় ত্রিপল, চাল, জামাকাপড় পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনকে ঘটনাটি জানানো হয়েছে।”
এ দিনই দুপুরে সাঁইথিয়ার ভেলিয়ান গ্রামে পশ্চিমপাড়ায় ভস্মীভূত হয় পাঁচটি বাড়ি। দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগে। গ্রামবাসীরাই পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সিউড়ি থেকে কিছু পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক আহত হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.