|
|
|
|
কারখানায় আগুন, অগ্নিদগ্ধ ৭ শ্রমিক |
নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল |
গ্যাস সিলিন্ডার ফেটে প্লাস্টিক এবং সিন্থেটিক চেন তৈরির একটি কারখানায় আগুন লেগে যাওয়ায় ছয় মহিলা-সহ সাত শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে। উলুবেড়িয়া এবং হাওড়া থেকে দমকলের চারটি ইঞ্জিন এসে আধঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কারখানায় উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না-রাখার অভিযোগে কারখানা মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন দমকলের পশ্চিমাঞ্চলের উপ-অধিকর্তা বিভাস গুহ। |
|
ছবি: হিলটন ঘোষ। |
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বেলা পৌনে ৩টে নাগাদ। চেন তৈরির কাজে বাণিজ্যিক গ্যাসের প্রয়োজন হয়। সেই কারণে কারখানার ভিতরেই রয়েছে ‘গ্যাস ব্যাঙ্ক’। মোট ১৮টি গ্যাস সিলিন্ডার কারখানায় মজুত ছিল। দু’টি সিলিন্ডার জ্বালিয়ে কাজ চলছিল। প্রাথমিক তদন্তের পরে পুলিশ ও দমকলের কর্তারা জানিয়েছেন, যে দু’টি সিলিন্ডার জ্বালিয়ে কাজ চলছিল, তারই একটিতে বিস্ফোরণ ঘটে। কারখানায় মজুত ছিল প্রচুর কাপড় এবং সিন্থেটিক সামগ্রী। সেগুলিতে আগুন ধরে যায়। সাত শ্রমিক অগ্নিদগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে নার্সিংহোম এবং হাসপাতালে ভর্তি করিয়ে দেন। খবর যায় দমকলে। কিন্তু দমকল কর্মীরা এসে দেখেন কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা বলতে কিছুই নেই।
এর পরেই কারখানা-মালিকের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান দমকলের পশ্চিমাঞ্চলের উপ-অধিকর্তা। পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কারখানার কর্তৃপক্ষের তরফে সকলেই চম্পট দেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “এফআইআর-এর ভিত্তিতে কারখানা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” |
|
|
|
|
|