বিপুল ঋণের
সঙ্গেই ঘাড়ে বকেয়া
বিলের বোঝাও |
নিজস্ব সংবাদদাতা,কলকাতা: নুন আনতে যে রাজ্যের পান্তা ফুরোয়, তা ভোটের প্রচারে বারবার তুলে ধরেছে তৃণমূল। কুর্সিতে বসার ১২ দিনের মাথায় রাজ্যের কোষাগারের বেহাল দশার সেই চিত্রের একাংশ প্রকাশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেই সঙ্গে জানালেন, বিভিন্ন দফতরে কাজ করিয়ে পাওনাদারদের প্রচুর টাকার বিল বকেয়া রেখে গিয়েছে আগের সরকার। হিসেব করে দেখা গিয়েছে, ৩৫০০ কোটি টাকারও বেশি বিল বকেয়া রয়েছে। |
|
মৌনব্রত ভেঙে আক্রমণে বুদ্ধ |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মৌনব্রত ভেঙে বুদ্ধদেব ভট্টাচার্য প্রকাশ্যে এলেন। বামফ্রন্টের সমাবেশে বৃষ্টিতে ভিজতে ভিজতে রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিমায় বিঁধলেন তৃণমূল জোট সরকারকে। বুদ্ধবাবু জানিয়ে দিলেন, নতুন সরকার জমি নিয়ে, শিল্প নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে কী নীতি নিচ্ছে, সে দিকে বামেরা কড়া নজর রাখছে। সরকারের নীতি দেখেই আগামী দিনে বামেরা তাদের পথ ঠিক করবে। সেই সঙ্গে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও। |
|
|
বাম গণ-সংগঠনের
কর্মীরা ভোট
দিয়েছেন তৃণমূলে |
প্রসূন আচার্য, কলকাতা: দু’বছর আগে লোকসভা-বিপর্যয়ের পরেও তাঁরা বামেদের ছেড়ে যাননি। গত বছর পুরভোটে দ্বিতীয় বার বাম-বিপর্যয়ের পরেও সদস্যপদ নবীকরণ করেছেন। নিয়মিত চাঁদা দিয়েছেন। গিয়েছেন মিছিলে। কিন্তু খাতায় কলমে ‘বামপন্থী’ থাকলেও তাঁদের মন যে ঘুরে গিয়েছিল তৃণমূলের দিকে, বিধানসভা ভোটে হারের পর বামনেতারা তা বুঝতে পারছেন। |
|
অবস্থা সামলাতে কারাট আসছেন রাজ্যে |
|
শুক্রবার শপথ নেবেন
কংগ্রেসের পাঁচ মন্ত্রী |
নতুন-পুরনো মুখের মিশেল
দেখল সংস্কৃতির নানা কমিটি |
|
গয়েশপুরে পুর চেয়ারম্যানের বাড়িতে হামলা চালাল তৃণমূল কর্মীরা |
|
সরকার জানে না ক’জন
বেতন পান, এ বার কর্মী-শুমারি |
পুকুর কেটে, সিমেন্টের ট্যাঙ্ক
তৈরি করে জল জঙ্গলমহলে |
|
মেধা-তালিকার সিদ্ধান্ত রদ,
গ্রেড মেনে স্বীকৃতি কৃতীদের |
অস্ত্র উদ্ধার, ভাঙচুর
সিপিএম কার্যালয়ে |
|
টুকরো খবর |
|