নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র দিলেন বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর স্বপন ভট্টাচার্য। তবে মঙ্গলবার রাত পর্যন্ত পুরপ্রধানকে তা দেওয়া হয়নি। গত বৃহস্পতিবারই অবশ্য পুরপ্রধান, সিপিএমের আইনুল হকের সঙ্গে দেখা করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বপনবাবু।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: গ্রামীণ এলাকা থেকে শিল্পাঞ্চল পর্যন্ত অন্তত ১৪টি বিধানসভা এলাকায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে বর্ধমান জেলাশাসকের কাছে অভিযোগ জানাল বামফ্রন্ট। তাদের অভিযোগ, রাজ্যে নবনির্বাচিত সরকার যত বেশি শান্তির কথা বলছে, ততই অশান্তির আগুন জ্বলছে জেলায়। মঙ্গলবার জেলাশাসক ওঙ্কার সিংহ মিনার সঙ্গে দেখা করেন জেলা বামফ্রন্টের নেতারা।
অভাবের সঙ্গে লড়াই করেই মাধ্যমিক পরীক্ষায় সফল সঞ্জয়
টুকরো খবর
আসানসোল-দুর্গাপুর
জরিমানা এড়াতে ঊর্ধ্বশ্বাসে দৌড় বাসের, ক্ষুব্ধ যাত্রীরা
রাজশেখর মুখোপাধ্যায়, দুর্গাপুর: বেশি যাত্রী তোলার হিড়িকে দেরি হচ্ছিল বিস্তর। ফলে কোনও বাসই সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছিল না। এই সমস্যা এড়াতে মালিক সংগঠনের পক্ষ থেকে ‘লেট ফাইন’-এর ব্যবস্থা করা হয়। তা যে বিষ ফোঁড়া হয়ে দাঁড়াবে, তা তাঁরা ভাবেননি। বাড়তি যাত্রী তোলা বন্ধ হয়নি, উল্টে জরিমানা বাঁচাতে চলছে ঊর্ধ্বশ্বাসে দৌড়। পাল্লা দিয়ে চলছে রেষারেষিও। ফলে দুর্ঘটনা বেড়েই চলছে দুর্গাপুরের রাস্তায়। দুর্গাপুরে সারা দিনে প্রায় ৫০টি বড় বাস এবং প্রায় ২৫০টি মিনিবাস চলাচল করে।