টুকরো খবর
|
ট্রেনের ধাক্কায় মৃত ২ ঠিকাকর্মী
নিজস্ব সংবাদদাতা ²অন্ডাল
|
রেল লাইনে কাজ করার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই ঠিকা কর্মীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল স্টেশনের অদূরে উড়ালপুলের কাছে। রেল পুলিশ জানায়, মৃতদের নাম ঈশান ওরাং (৪০) ও গোকুল ওরাং (৩৫)। তাঁদের বাড়ি বীরভূমের চিনপাই এবং রাধামাধবপুরে। প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, এ দিন সকাল ১০টা নাগাদ রেল লাইনে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই দুই কর্মী। সেই সময়ে ওই লাইনে বর্ধমান-পুরুলিয়া প্যাসেঞ্জার ট্রেন চলে আসে। তার ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনেরই। ওই বেসরকারি ঠিকা সংস্থার অপর দুই কর্মী মহালাল শেঠ ও শান্তি শেঠদের অভিযোগ, “কাজ করার সময়ে আমাদের মতো কর্মীদের কোনও নিরাপত্তা নেই। কর্মরত অবস্থায় কোনও সঙ্কেত বিনিময়ের ব্যবস্থাও থাকে না। এর ফলে দুর্ঘটনা লেগেই থাকে।” আসানসোলের ডিআরএম জগদানন্দ ঝা বলেন, “ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে।” তিনি আরও জানান, ঠিকা কর্মীদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা চলছে।
|
কর্মীর মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি
নিজস্ব সংবাদদাতা ²আসানসোল
|
কর্মরত অবস্থায় এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্ষোভ হয় বার্নপুরের ইস্কো কারখানার ব্লুমিং মিল বিভাগে। পরে কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাসিল আহমেদ (৫৭)। ইস্কো সূত্রে জানা গিয়েছে, তিনি ক্রেন অপারেটর ছিলেন। এ দিন কর্মরত অবস্থায় ক্রেনের কেবিনের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর পরেই ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক কর্মীরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে আসেন শ্রমিক সংগঠনগুলির নেতারাও। কর্তৃপক্ষের তরফে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে।
|
ছিনতাই, মারধর সালানপুরে
নিজস্ব সংবাদদাতা ²আসানসোল
|
একটি ডিস্ট্রিবিউটর সংস্থার সেলসম্যানের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সালানপুরের জেমারির কাছে চিত্তরঞ্জন-আসানসোল রোডে। দুষ্কৃতীরা এক জনকে মারধর করেছে বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ গেলে বাসিন্দারা বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় নিয়মিত পুলিশি টহল থাকলেও লাভ হয় না।
পুলিশ জানায়, ওই সংস্থার চার জন সেলসম্যান এ দিন একটি গাড়িতে চেপে রূপনারায়ণপুরে ফিরছিলেন। তাঁদের সঙ্গে কয়েক লক্ষ টাকা ছিল। জেমারি মোড়ের কাছে চারটি বাইকে জনা আটেক দুষ্কৃতী রাস্তা আটকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এক জন বাধা দিতে গেলে তাঁকে মারধরও করে। আহতকে স্থানীয় পিঠাইকেয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
কার্যালয় ‘দখল’
নিজস্ব সংবাদদাতা ²রানিগঞ্জ
|
আইএনটিইউসি-র কার্যালয় দখলের অভিযোগ উঠল আইএনটিটিইউসি-র বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের রতিবাটি ওয়ার্কশপ এলাকায়। আইএনটিইউসি-র যুগ্ম সাধারণ সচিব দেবাশিস রায়চৌধুরী জানান, এ দিন সকালে তাঁরা দেখেন কার্যালয়ের দরজার তালা ভেঙে দখল নিয়েছে আইএনটিটিইউসি-র এক স্থানীয় নেতা। তাঁরা নিমচা ফাঁড়িতে অভিযোগ করেন। দেবাশিসবাবু বলেন, “তৃণমূল নেতা তথা আইনমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে ঘটনা জানাই। তাঁদের কথা মতো আমরা আবার কার্যালয়টির দখল নিয়েছি।” মলয়বাবু বলেন, “আমাদের কেউ এমন করে থাকলে প্রয়োজনে তাঁর বিরুদ্ধে আমরাই ব্যবস্থা নেব।”
|
হামলা বন্ধের দাবি, বিক্ষোভ সিপিএমের
নিজস্ব সংবাদদাতা ²রানিগঞ্জ
|
সিপিএম কর্মীদের উপরে হামলা বন্ধ করার দাবিতে মঙ্গলবার রানিগঞ্জের নিমচা ফাঁড়িতে বিক্ষোভ দেখায় সিপিএমের নেতা কর্মীরা। স্থানীয় গ্রাম প্রধান সিপিএমের নিমাই ঘোষ জানান, তাঁদের দলের নেতা কর্মীদের উপরে একের পর এক হামলা চালাচ্ছে কংগ্রেস-তৃণমূল জোট কর্মীরা। তাঁদের অভিযোগ, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্তেরা গ্রেফতার হয়নি। তবে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি জানান, সব অভিযোগ ভিত্তিহীন। পুলিশ জানিয়েছে, এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।
|
যুবকের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা ²দুর্গাপুর
|
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শালবাগানের নিশানহাটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ গুপ্ত (২৩)। তাঁর মুখ থেকে রক্ত গড়াচ্ছিল। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে। এ দিকে মৃত যুবককে তাঁদের সমর্থক বলে দাবি তৃণমূলের। কেউ তাঁকে খুন করে থাকলে অভিযুক্তকে ধরার দাবি জানিয়েছে তারা।
|
ডিএসপি-তে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা ²দুর্গাপুর
|
ইস্পাত কারখানার প্রাক্তন ও বর্তমান কর্মীদের আবাসন ও জমি লিজ দেওয়া-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সংস্থার শহর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় ‘স্টিল এমপ্লয়িজ ফোরাম অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের দাবি, বহু প্রাক্তন কর্মী নিজের বাড়ি না থাকায় আবাসনে রয়েছেন। তাই তাঁদের সমস্ত বকেয়া আটকে রেখেছেন কর্তৃপক্ষ। ফাঁকা আবাসন পদ্ধতি মেনে প্রাক্তন ও বর্তমান কর্মীদের ভাড়া দেওয়ার দাবি জানানো হয়।
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা ²দুর্গাপুর
|
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে সিটি সেন্টারের হাউসিং কমপ্লেক্সে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বন্দনা রাজদেও (২০)। পুলিশ সূত্রে জানা যায়, মাস পাঁচেক আগে রাজু রাজদেও এর সঙ্গে বন্দনাদেবীর বিয়ে হয়। রাজুবাবু পুলিশকে জানিয়েছেন, ঘুমের মধ্যেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। |
|