বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টের লেবার ওয়েলফেয়ার দফতরের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বার্নপুর আনএমপ্লয়েড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সমর্থকদের বিরুদ্ধে। এই অভিযোগে পুলিশ ওই সংগঠনের ৮ জনকে আটক করেছে। যদিও ভাঙচুরের ঘটনার কথা অস্বীকার করেছেন সংগঠনের নেতারা। তাঁদের দাবি, মঙ্গলবার তাঁরা সেখানে চাকরি চেয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের ফাঁসানো হচ্ছে।
ইস্কো সূত্রে জানানো হয়েছে, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ প্রায় ৫০ জনের একটি দল কারখানার স্কব গেটের কাছে লেবার ওয়েলফেয়ার দফতরের কার্যালয়ের সামনে জড়ো হয়। এর পরে তাঁরা কার্যালয়ের ভিতরে ঢুকে যায় এবং ভাঙচুর চালাতে শুরু করে। ইস্কোর তরফে হিরাপুর থানায় খবর পাঠানো হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ৮ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই দফতরের ডিজিএম সুব্রত ঘোষ বলেন, “এরা কেন এই কাজ করেছে তা আমাদের কাছে পরিস্কার নয়। পুরো বিষয়টি আমি পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
এ দিকে বিক্ষোভকারী সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ চট্টোপাধ্যায় দাবি করেছেন, সংগঠনের সব সদস্যের নিকট আত্মীয়রা এই কারখানায় কর্মরত অবস্থায় মারা গিয়েছেন। তাঁদের জায়গায় এক জনকেও চাকরি দেওয়া হয়নি। তাই চাকরির দাবিতেই তাঁরা শহরের মধ্যে ইস্কোর প্রতিটি কার্যালয়ে কয়েক বছর ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। ভাঙচুর করিনি। এরা আমাদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসাচ্ছে।” পুলিশ তাঁকেও আটক করেছে। অ্যাসোসিয়েশনের সদস্যদের আটক করার প্রতিবাদে এ দিন হিরাপুর থানায় বিক্ষোভ দেখান সংগঠনের মহিলা সদস্যরা। |