উত্তরবঙ্গ
অনুপরতন মোহান্ত গঙ্গারামপুর: বাণগড় দুর্গনগরীর ঢিবি খুঁড়ে তাম্র-প্রস্তর যুগের নিদর্শনের পাশাপাশি বিশাল এক পঞ্চরথ আবিষ্কৃত হয়েছে। যা ওড়িশার লিঙ্গরাজ মন্দিরের চেয়ে বড় বলে প্রত্নতাত্ত্বিকেরা মনে করছেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঐতিহাসিক বাণগড়ে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বিভাগের কলকাতা শাখার নেতৃত্বে তৃতীয় দফায় খননকার্যের পরে তাম্র-প্রস্তর যুগের ওই নিদর্শন ও স্থাপত্য উত্তরবঙ্গের মধ্যে প্রথম বলে মনে করছেন পুরাতত্ত্ব বিভাগের ডেপুটি সুপারিন্টেডেন্ট শান্তনু মাইতি। সামনেই বর্ষা।
শিলিগুড়ি-জলপাইগুড়ি
নিজস্ব প্রতিবেদন: বাম বিরোধী শিক্ষক সমিতির হুমকিতে শিলিগুড়ি মহকুমা শিক্ষা সংসদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিশ্বজিৎ ভৌমিক। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তিনি দফতরে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে যান। সোমবার শিলিগুড়ি মহকুমা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি বিশ্বজিৎবাবুর পদত্যাগ দাবি করে। বিশ্বজিৎবাবু বলেন, “কে, কোথায় পদত্যাগ দাবি করেছেন, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালাম।” এর আগে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নীলাংশুশেখর দাস কলকাতায় স্কুল শিক্ষা সংসদের দফতরে গিয়ে ইস্তফাপত্র জমা দেন।