প্রতি বছর ৩১মে দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করে সিপিএইএমএল (লিবারেশন)। করন্দা গ্রামে এ দিন বিশাল মিছিল গ্রাম পরিক্রমা করে। শহিদবেদিতে মাল্যদানের পরে সভা হয়। বক্তৃতা করেন দলের জেলা কমিটির সম্পাদক শ্রীকান্ত রানা-সহ মৃতদের আত্মীয়েরা। শ্রীকান্তবাবু বলেন, “দোষীদের আইনি পদ্ধতিতে সাজার দাবিতে আমরা দীর্ঘ দিন ধরেই আন্দোলনে নেমেছি। বাম সরকারের বাধায় ওই মামলার নতুন করে শুনানি শুরু করা সম্ভব যায়নি।” এ দিন বর্ধমানের বিজয়তোরণ চত্বরেও একটি সভা করে একই দাবি জানানো হয়।
সিপিএমের বর্ধমান জেলা কমিটির সদস্য কমল গায়েন বলেন, “গোটা রাজ্য জুড়ে অনেক এই ধরনের হত্যা বা গণহত্যার মামলা নতুন করে শুরুর চেষ্টা হচ্ছে। করন্দার গণহত্যার মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাই এই ব্যাপারে কোনও মন্তব্য করা সম্ভব নয়।” |