বিধান পরিষদ ফেরাতে উদ্যোগী হচ্ছে নতুন সরকার। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার জানান, ২৭ জুন বিধানসভার অধিবেশন শুরু হলে তাঁরা বিধান পরিষদ গঠন সংক্রান্ত বিল আনার তোড়জোড় শুরু করবেন। সম্ভব হলে ওই দিনই ওই বিলের প্রস্তাব দেওয়া হতে পারে। ওই দিন ডেপুটি স্পিকার নির্বাচনও হওয়ার কথা। আগামী ২৪ জুন বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা করার কথা। পর দিন শোকপ্রস্তাব আনা হবে। পার্থবাবু জানান, ওই দিন সকালে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা হয়েছে। এ ব্যাপারে তিনি কংগ্রেসের মানস ভুঁইয়া ও আবু হেনা, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর সঙ্গে কথা বলেছেন। ওই কমিটির জন্য বামফ্রন্ট থেকে সূর্যবাবু, সুভাষ নস্কর, পরেশ অধিকারী, বিশ্বনাথ কারক প্রমুখের নাম প্রস্তাব করা হয়েছে। |