l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
•
ওড়িশায় মাওবাদীদের হাতে অপহৃত বিজেডি বিধায়ক
• পাতিপুকুরে বাসের রেষারেষিতে মৃত ২, আহত ৩
• খড়্গপুরে রেলকর্মী গুলিবিদ্ধ
বিস্তারিত...
• অতীতের তাঁরায় পরিব্রাজক, সাংবাদিক ও লেখক জলধর সেন।
• এই শহরের উপলব্ধি নিয়ে তারাদের চোখে গায়ক রাঘব চট্টোপাধ্যায়।
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জন্মভিটের ইতিহাস মনীষালয়ে।
প্রাক্তন ডিজিকে প্রশ্ন করতে পারেন গোয়েন্দারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও হলদিয়া
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি অনুপভূষণ ভোরাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি। ২০০৭-এর নভেম্বরে সিপিএমের ‘পুনর্দখল-অভিযান’ শুরুর ঠিক আগে নন্দীগ্রামের তেখালি থেকে পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প সরানোর সিদ্ধান্ত কেন হয়, তা জানতেই ডিজি-র সঙ্গে কথা বলা হতে পারে বলে জানান গোয়েন্দারা। এই মামলায় ধৃত তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ এবং অন্য দুই সিপিএম নেতা অমিয় সাউ ও অশোক গুড়িয়াকেও আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি। শুক্রবারই হলদিয়ার এসিজেএম আদালতে ওই তিন নেতাকে হাজির করানো হয়। সিআইডি ৭ দিনের জন্য অভিযুক্তদের হেফাজতে চাইলেও এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় ৪ দিন মঞ্জুর করেন। নন্দীগ্রামের জমি-রক্ষা আন্দোলনের সমর্থকদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনার তদন্তে সিআইডি-র ডিআইজি (অপারেশনস) কারিয়াপ্পা জয়রামন বলেন, “ওই সময়ের সব ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দরকারে প্রাক্তন ডিজিকেও জিজ্ঞাসাবাদ করা হবে।” ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের তৎকালীন এসপি-সহ একাধিক পুলিশকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
বিস্তারিত...
গুলিতে প্রেমিকার মৃত্যু হয়েছে
ভেবে আত্মঘাতী যুবক
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি
অন্য ছেলের সঙ্গে প্রেমিকার সম্পর্ক মানতে পারেনি প্রেমিক। সেই আক্রোশে প্রেমিকাকে লক্ষ করে গুলি চালায় সে। গুলি না লাগলেও ভয়ে এবং আওয়াজের চোটে পুকুরে পড়ে যায় প্রেমিকা। প্রেমিকার মৃত্যু হয়েছে ভেবে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে ওই যুবক। শুক্রবার সকালে সন্দেশখালি থানার কালীনগরে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম বিষ্ণু মণ্ডল (২৫)। তার বাড়ি সন্দেশখালিরই চৈতল গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। একাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরী ঘটনার পরে পরীক্ষাও দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুর সঙ্গে বছর তিনেক ধরে সম্পর্ক ছিল ন্যাজাটের বাসিন্দা ওই কিশোরীর। কর্মসূত্রে চেন্নাইয়ে এক ঠিকাদারের অধীনে কাজ করত বিষ্ণু। মাস খানেক আগে সে বাড়ি ফেরে। ইতিমধ্যে অন্য একটি ছেলের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। বাড়ি ফিরে তা জেনে খেপে যায় বিষ্ণু। ওই কিশোরী এ দিন বন্ধুদের সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। সেই সময় রাস্তায় তার পথ আটকায় বিষ্ণু। ছাত্রীর সঙ্গীরা পুলিশকে জানায়, রাস্তায় আচমকা তাদের বন্ধুর পথ আটকায় এক যুবক। তাকে বলে, কেন সে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে।
বিস্তারিত...
চার্জশিটে নাম, সাসপেন্ড রেজিস্ট্রার
কিশোর সাহা • শিলিগুড়ি
প্রায় দেড় কোটি টাকা আর্থিক নয়ছয়ের অভিযোগে রেজিস্ট্রার দিলীপ সরকারের নামে পুলিশ চার্জশিট দাখিল করায় তাঁকে সাসপেন্ড করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি। শুক্রবার কলকাতায় কর্মসমিতির জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আর্থিক নয়ছয়, ষড়যন্ত্র ও দুর্নীতি দমন আইনে প্রতিষ্ঠানে কর্মরত কারও বিরুদ্ধে চার্জশিট পেশ হলে তাঁকে সাসপেন্ড করার নিয়ম রয়েছে। সেই মতো দিলীপবাবুকে সাসপেন্ড করার বিষয়টি বৈঠকে পেশ হয়। বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। এ ব্যাপারে উপাচার্য অরুণাভ বসুমজুমদার বলেছেন, “কোনও বিষয় নিয়ে আলাদা করে কিছু বলা সম্ভব নয়। এ-টুকু বলতে পারি, সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” যাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই দিলীপবাবু বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসার-কর্মীদের একাংশ জানান, ইতিমধ্যেই পদমর্যাদার সুযোগ নিয়ে তাঁর উপরে অত্যাচার ও সম্মানহানি করার অভিযোগ এনে উপাচার্যের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন দিলীপবাবু।
বিস্তারিত...
ফব ও তৃণমূলের সংঘর্ষে পুড়ল বাড়ি
নিজস্ব সংবাদদাদতা • সিউড়ি
একটি গবাদি পশুর মৃত্যুকে ঘিরে তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে সংঘর্ষ বাধল সিউড়ি থানার গাংটে গ্রামে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এই সংঘর্ষের জেরে উভয় পক্ষের দু’টি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। পুলিশ জানায়, সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচ জন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ফরওয়ার্ড ব্লক সমর্থকদের দাবি, তাঁদের এক সমর্থকের গবাদিপশুকে কেউ বা কারা মেরে ফেলেছে। থানায় অভিযোগ দায়ের করলে তৃণমূল সমর্থকেরা রাত ৮টা নাগাদ তাঁর বাড়িতে চড়াও হয়। মারধর, লুঠপাট চালানোর পাশাপাশি বাড়িতে আগুন দিয়ে দেয়। অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, কারা ওই পশুকে মেরেছে কিছুই জানেন না। সন্ধ্যায় আনন্দ বৈদ্য, রাখু বৈদ্য ও বলাই ধীবর-সহ কয়েক জন আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তাঁদের উপরে আক্রমণ করা হয়। এ ছাড়া, এক জনের বাড়িতে লুঠপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
বিস্তারিত...
ট্রেন থামিয়ে আহত মহিলাকে হাসপাতালে
নিয়ে গেলেন গ্রামবাসী
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
চলন্ত ট্রেন থামিয়ে রেল লাইনের ধারে আহত অবস্থায় পড়ে থাকা এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে পূর্ব রেলের শিয়ালদহ-ক্যানিং শাখার ক্যানিং রেলগেটের কাছে আমড়াবেড়িয়া গ্রামের কিছু বাসিন্দা ওই কাণ্ড ঘটান। নমিতা দাস নামে বছর চল্লিশের ওই মহিলাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বাড়ি ঘুটিয়ারি শরিফের বাঁশড়া গ্রামে। বৃহস্পতিবার রাতে ট্রেনে করে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু কী ভাবে লাইনে পড়ে গেলেন, সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। এ দিন ওই ঘটনার পরে সোনারপুর রেল পুলিশের অফিসারেরা ঘটনাস্থলে তদন্তে যান। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী ভাবে ওই মহিলা ট্রেন থেকে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এসআরপি (শিয়ালদহ) তাপসরঞ্জন ঘোষ বলেন, “এ রকম একটি ঘটনা আমরা শুনেছি। অফিসাররাও তদন্ত করে জেনেছেন। তবে এ ব্যাপারে রেল পুলিশকে লিখিত ভাবে কিছু জানানো হয়নি।”
বিস্তারিত...
অগ্নিবিধি মানার বালাই নেই, তথৈবচ দমকলও
সৌমেন দত্ত • কাটোয়া
মাকড়সার জালের মতো বিদ্যুৎ ও জেনারেটরের তার। কোথাও ভরা বাজারের মধ্যে হোটেলে গ্যাস জ্বেলে চলছে রান্নাবান্না, বড় উনুনে তৈরি হচ্ছে সন্দেশ-রসগোল্লা। কোথাও আবার বাজারের পাশেই চলছে নার্সিংহোম। কাটোয়া শহরের নানা বাজার এলাকায় ঘুরলে চোখে পড়ে এমনই সব দৃশ্য। কোনও বাজারেই মানা হয় না অগ্নি নির্বাপণ বিধি। কাটোয়ার দমকল বিভাগের ওসি দিলীপকুমার দাস জানান, শহরের বাজারগুলির জতুগৃহ হয়ে রয়েছে। কোনও বাজারেই দমকলের ন্যূনতম বিধি মানা হয় না। কাটোয়া শহরে রয়েছে বেশ কয়েকটি বাজার। কিন্তু কোনওটিতেই নিরাপত্তার বালাই নেই। অন্তত আগুন থেকে রক্ষা পাওয়ার কোনও পরিকাঠামোই গড়ে ওঠেনি। শহরের নিচু বাজার এলাকা যথেষ্ট ঘিঞ্জি। রাস্তা এতটাই সংকীর্ণ যে আগুন লাগলে দমকলের গাড়ি ঢোকার কোনও জায়গা নেই। অনেকটা একই পরিস্থিতি শহরের বড়বাজার, দীনবন্ধু বাজারেও। কলকাতার হাতিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে নিজেদের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন শহেরর নানা প্রান্তের ব্যবসায়ীরা। কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে পুরবাজারের ব্যবসায়ী দীনবন্ধু দে বলেন, “এই বাজারে প্রায় দেড়শো ব্যবসায়ী রয়েছেন। আগুন লাগলে কী অবস্থা হবে জানি না।” একই কথা বলেন মাধবীতলা স্টেশম রোড সংলগ্ন একটি বাজার কমিটির সম্পাদক অপু সাহা। তাঁর কথায়, “পুরো বাজারটাই জতুগৃহ হয়ে রয়েছে। কী ভাবে পরিস্থিতি পাল্টানো যায়, আমাদের জানা নেই।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
সরকারি জমিতে
পর্যটন-হাব প্রকল্পে বাধা
ধৃত সাইবার-অপরাধীর যোগাযোগ হংকংয়েও
দক্ষিণবঙ্গ
দীনবন্ধু কলেজে
ছাত্র সংসদ গঠন নিয়ে
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
হাওড়ায় প্রাথমিক
স্কুলশিক্ষা সংসদের
সভাপতি অপসারিত
বর্ধমান
চাঙড় ভাঙার আতঙ্ক নিয়ে
স্কুল চলছে মন্তেশ্বরে
লেন ভেঙে মুখোমুখি
ধাক্কা দুই ট্যাঙ্কারে
পুরুলিয়া
রামপুরহাট কলেজে ছাত্র সংঘর্ষে জখম ৪, ভাঙচুর
দুবরাজপুরে পুড়ে
ছাই ২০টি বাড়ি
মুর্শিদাবাদ
বহরমপুরের বাজার
যেন জতুগৃহ
সীমান্তে গুলিতে
মৃত পাচারকারী
মেদিনীপুর
গাছ কাটায় বচসা,
প্রহৃত পরীক্ষার্থী
কলকাতা
৩৫.২/২৪.৩
আজকের দিনে
•
বিশ্ব যক্ষ্মা দিবস।
• ১৯৭৯:
অভিনেতা
ইমরান হাসমির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.