|
|
|
|
বন্দুক ব্যবহারে নিষেধাজ্ঞা উঠতেই |
সীমান্তে গুলিতে মৃত পাচারকারী |
নিজস্ব সংবাদদাতা • রানিনগর |
সীমান্ত প্রহরায় বন্দুক ব্যবহারের উপরে ‘নিষেধাজ্ঞা’ উঠে যেতেই ফের পুরনো চেহারায় ফিরে গিয়েছে বর্ডার সিকতিউরিটি ফোর্স (বিএসএফ)।
বৃহস্পতিবার রাতে, রানিনগর সীমান্তে পাচারকারীদের রুখতে ফের গুলি চালাল বিএসএফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবু শেখ (৩০) নামে এক পাচারকারীর। সীমান্ত প্রহরীদের ব্যাখ্যা, বাবু বাংলাদেশের নাগরিক। বেশ কিছু দিন ধরেই রানিনগর এলাকায় লুকিয়ে চুরিয়ে পাচার করছিল সে। ওই দিন রাতে বিএসএফ তাদের বাধা দিতে গেলে পাল্টা হামলা চালায় পাচারকারীরা। তাতে গুরুতর জখম হন দুই সীমান্তরক্ষী। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁদের। পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ছিটকে পড়ে বাবু শেখের দেহ। তাদের কাছ থেকে অন্তত ১৬টি গবাদি পশুও উদ্ধার করেছে সীমান্ত রক্ষী।
গত বছরের শেষ দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে গুলি চালানোর উপরে ‘নিয়ন্ত্রণের’ নির্দেশ পেয়ে বিএসএফের হাতিয়ের হয়েছিল নিছকই লাঠি আর বেতের ঢাল। বিএসএফ সূত্রে দাবি করা হয়েছিল, পড়শি দেশের কূটনৈতিক চাপেই পাচারকারীদের রুখতে গুলি চালানোর উপরে ‘নিয়ন্ত্রণ’ করতে বলা হয়েছে তাদের। ফলে ওই সময়ে সীমান্তের চেহারা যে কিছুটা ঢিলেঢালা হয়ে পড়েছিল তা বলা বাহুল্য। যদিও গত ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত চার জন পাচারকারীর দেহ মিলেছিল পদ্মার চরে।
কী করে মৃত্যু হয়েছিল তাদের? জানা গিয়েছিল, বন্দুকের ব্যবহার স্তব্ধ হয়ে গেলেও সীমান্তে পাচার রুখতে সেই সময়ে বিএসএফ পাচারকারীদের গুলির পথ ছেড়ে ‘পিটিয়ে’ মারছে। সীমান্তরক্ষী বাহিনী অবশ্য সে অভিযোগ মানতে চায়নি। পাশাপাশি বারুদের ব্যবহার না করেও সীমান্তে পাচারকারীদের মধ্যে ত্রাস ছড়াতে ওই সময়ে এক পাচারকারীকে নগ্ন করে বেধড়ক পেটায় সীমান্ত রক্ষীরা। এখানেই না থেমে ওই মারধর-পর্ব মোবাইল ক্যামেরায় বন্দি করে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল এই বার্তা দিতেবন্দুক না থাকলেও বিএএসএফ আছে বিএসএফের মতোই। পাচারে পা বাড়ালে হাল হবে এই রকম। ওই ঘটনার পরে অবশ্য ওই চার সীমান্তরক্ষীকে সাসপেন্ড করা হয়েছিল। আর তার জেরে পদ্মার চরে কিছুটা অবাধ হয়ে উঠেছিল পাচারের কারবার। তবে চলতি নাসের গোনায় কেন্দ্রের ওই ‘নির্দেশ’ পের উঠে যায়। বিএসএফ সূত্রেই জানা গিয়েছে, নিছক লাঠি-ঢাল নয়, পুরনো পদ্ধতিতেই সীমান্ত প্রহরার নির্দেশ পেয়ে এ বার ফের আগের চেহারায় পিরে গিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। |
|
|
|
|
|