|
|
|
|
গাছ কাটায় বচসা, প্রহৃত পরীক্ষার্থী |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বিতর্কিত জমির গাছ কাটাকে কেন্দ্র করে কংগ্রেস সমর্থক পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে এগরা ২ ব্লকের দেশবন্ধু পঞ্চায়েতের নিজদণ্ড গ্রামে। ওই কংগ্রেস পরিবারের সদস্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মমতা ওঝাকেও মারধর করা হয় বলে অভিযোগ। মমতা-সহ পরিবারের ৪ জনকে এগরা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় ৮ জন সিপিএম সমর্থকের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
১৯৭৫ সালে এক রায়তি পরিবারের কাছ থেকে পুকুর-সহ ৪২ ডেসিমেল জমি কিনেছিল ওঝা পরিবার। কংগ্রেসের ব্লক সভাপতি প্রণব মাইতির অভিযোগ, বাম জমানায় কয়েকজন সিপিএম সমর্থক ওই জমির ‘দখল’ নিয়েছিলেন। পরিবর্তনের পরে অবশ্য জমির দখল ফিরে পায় ওঝা পরিবার। তাঁদের কাছে জমির কাগজপত্র রয়েছে বলেও দাবি ওই পরিবারের। যদিও সিপিএমের বালিঘাই জোনাল কমিটির সম্পাদক বিশ্বম্ভর রায়ের বক্তব্য, ওই জমি সরকারি নথি অনুসারে খাসজমি। এ নিয়ে মামলাও চলছে। আর সিপিএম সমর্থক কয়েকজন জমিটিতে বর্গাদার হিসেবে ছিলেন, যাঁদের উৎখাতের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিশ্বম্ভরবাবুর। ক’দিন আগে ওঝা পরিবারের লোকজন পুকুর পাড়ের কয়েকটি গাছ কাটলে গোলমাল বাধে। বিষয়টির মীমাংসা করতে বৃহস্পতিবার বিকেলে আলোচনাও হয়। জমির মালিকানা কার, তা জেনে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরই ওঝা পরিবারের লোকজনের উপর চড়াও হয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। প্রহৃত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মমতার কথায়, “বচসার সময় আমি ঘটনাস্থলে যাই। তখনই ওরা আমাকে মারধর করে। বাবা-কাকারাও মার খান। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।” সিপিএম নেতা বিশ্বম্ভরবাবু অবশ্য মারধরের কথা মানেননি। তাঁর বক্তব্য, “দু’পক্ষের বচসা চলাকালীন সামান্য ধস্তাধস্তি হয়েছে।” |
|
|
|
|
|