জল-সঙ্কটে উদ্বেগ কাঁথি ও এগরায় |
গরম পড়তে না পড়তেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিচ্ছে। জেলার কাঁথি ও এগরা মহকুমার বেশ কিছু এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল-সরবরাহ প্রকল্পে জলের জোগান না থাকায় গ্রামগঞ্জের সাধারণ মানুষকে পুকুরের জলই পান করতে হচ্ছে। কাঁথি-৩ ব্লকের কুসুমপুর অঞ্চলে পানীয় জলের তীব্র সঙ্কটের জেরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মিড-ডে মিলও রান্না হচ্ছে অস্বাস্থ্যকর পুকুরের জলেই। গরমের আগে গ্রামে গ্রামে পানীয় জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতর ১৫টি জলাধার তৈরি করলেও বিদ্যুৎ সংযোগের অভাবে তা চালু করা যাচ্ছে না বলে দফতরের সহকারী বাস্তুকার সুবীর ঘোষ জানিয়েছেন। বিদ্যুৎ-সংযোগ না হওয়া নিয়ে ক্ষুব্ধ জেলা পরিষদও। জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর কাছে জরুরি-বার্তা পাঠানো হয়েছে।
|
নেতাই-কাণ্ডে ‘ফেরার’ লালগড়ের সিপিএম নেতা চণ্ডী করণের মোটরবাইকটি নিয়মবিরুদ্ধ ভাবে বাড়িতে রাখার অভিযোগে ধৃত বিনপুরের ভুরসা গ্রামের চন্দ্রশেখর প্রতিহারের জামিন মঞ্জুর করল আদালত। এক দিনের জেল-হেফাজতের পর শুক্রবার ধৃতকে ফের ঝাড়গ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে অভিযুক্তের আইনজীবী প্রশান্ত রায় জামিনের আবেদন করে বলেন, “চন্দ্রশেখরবাবুর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই।” এ দিন বিনপুর থানার পুলিশের তরফেও আদালতে পেশ করা রিপোর্টে বলা হয়, বছর সাতেক আগে এক ব্যক্তির মাধ্যমে চণ্ডী করণের বাইকটি কিনেছিলেন চন্দ্রশেখরবাবু। তবে গাড়ির মালিকানা পরিবর্তন করা হয়নি। ওই মোটরবাইকটি যে চন্দ্রশেখরবাবু কিনেছিলেন, তার পক্ষে আদালতে নথিও পেশ করা হয়। এর পরই বিচারক সুপর্ণা রায় চন্দ্রশেখরবাবুর জামিন মঞ্জুর করেন।
|
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে ধৃত লক্ষ্মণ শেঠের হলদিয়া আদালতে হাজিরার দিন, শুক্রবার ফের বিক্ষোভের ঘটনা ঘটল প্রাক্তন সাংসদ পরিচালনায় যুক্ত শিল্পশহরের এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে। লক্ষ্মণবাবুর স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইকেয়ার’ পরিচালিত ‘হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র (এইচআইটি) প্রায় ৭০ জন কর্মী-অধ্যাপক বর্ধিত মহার্ঘভাতার দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করছেন। এ কারণে কয়েক জন কর্মী-অধ্যাপককে কর্তৃপক্ষ সাসপেন্ড করেছেন। কয়েক জনকে জবাবদিহির নোটিসও দেওয়া হয়েছে। এই সাসপেনশন, জবাবদিহির নোটিসের প্রতিবাদেই শুক্রবার বিক্ষোভ দেখান কর্মী-অধ্যাপকরা। ডিরেক্টর ও রেজিস্ট্রারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন তাঁরা।
|
রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে বৃহস্পতিবার ব্লকের ২৮ জন কৃষককে সেচের জন্য পাম্প-সেট দেওয়া হল। কিষান ক্রেডিটকার্ড নিয়েও এক আলোচনাসভা আয়োজিত হয়। ব্লক উন্নয়ন আধিকারিক সুকান্ত সাহা জানান, কিষান ক্রেডিটকার্ড বিতরণের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকের মধ্যে রামনগর-২ ব্লককে ‘পাইলট ব্লক’ ঘোষণা করেছে কৃষি দফতর। ইতিমধ্যে ব্লকে আট হাজার কিষান ক্রেডিটকার্ডের আবেদনপত্র বিলি করা হয়েছে এবং গত ৩ মার্চ থেকে প্রতি পঞ্চায়েতে শিবির করে ২৫২২ জন কৃষককে ক্রেডিটকার্ড দেওয়া হয়েছে। ২৫ মার্চ থেকে আর এক দফা শিবির হবে।
|
গ্রামোন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ঘোষিত ১৬ দফা প্রকল্পের গতিপ্রকৃতি এবং তার বাস্তবায়ন নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় তথ্য সংগ্রহে নামল জেলা কংগ্রেস। জেলা কংগ্রসের মনিটরিং কমিটির চেয়ারম্যান কনিষ্ক পণ্ডা ১৬টি প্রকল্পের গতিপ্রকৃতি ও চলতি আর্থিক বছরে বাস্তবায়নের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে জেলাশাসকের কাছে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছেন। কনিষ্কবাবু জানান, কেন্দ্রের ইউপিএ সরকারের চেয়ারপার্সন সনিয়া গাঁধীর কাছে সংগৃহীত তথ্য পাঠানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে নির্দেশ এসেছে।
|
রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা বিশিষ্ট আইনজীবী প্রয়াত বলাই রায়ের সম্মানার্থে শুক্রবার ঝাড়গ্রাম আদালতের আইনজীবীরা কর্মবিরতি পালন করলেন। কর্মবিরতির জেরে এ দিন ঝাড়গ্রামের দেওয়ানি ও ফৌজদারি-সহ ফাস্ট ট্র্যাক আদালতে বিচারাধীন মামলাগুলির শুনানি হয়নি। |