বোমাতঙ্কে ধৌলি আটকে দু’ঘণ্টা, ধৃত ১ |
ধৌলি এক্সপ্রেসে বোমাতঙ্কের পরে বেলদা স্টেশনে কুকুর নিয়ে
তল্লাশি চালাল পুলিশ। ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল। |
পশ্চিম মেদিনীপুর হয়ে ট্রেনযাত্রায় ত্রাস যেন পিছু ছাড়ছে না। ট্রেনে বোমা রাখা আছে বলে আতঙ্ক ছড়াল শুক্রবার সকালে। ফলে ধৌলি এক্সপ্রেস দু’ঘণ্টারও বেশি দাঁড়িয়ে রইল বেলদা স্টেশনের কাছে। তল্লাশি চালিয়ে অবশ্য কিছুই পাননি বম্ব স্কোয়াডের কর্মীরা। কিন্তু যাত্রীদের হয়রানি হল পুরো মাত্রায়। বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে সন্ধ্যায় খড়্গপুর শহরের সুভাষপল্লি এলাকার পদ্মপুকুর থেকে মিলনেন্দু সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, এ দিন সকালে খড়্গপুর থেকে ধৌলি এক্সপ্রেস ছেড়েছিল যথাসময়েই। কিছু পরে, সাড়ে ৮টা নাগাদ এক যুবক মোটরসাইকেলে হিজলি ও বেনাপুরের মাঝখানে একটি লেভেল ক্রসিংয়ে হাজির হয়। সে কর্মরত গেটম্যানকে বলে, ‘ধৌলি এক্সপ্রেসে বোমা রাখা আছে।’ গেটম্যান সঙ্গে সঙ্গে বিষয়টি কন্ট্রোলে জানান। কন্ট্রোল কাছাকাছি বেলদা স্টেশনে ট্রেনটি থামিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এমনিতে বেলদায় ধৌলি এক্সপ্রেসের থামার কথা নয়। তা সত্ত্বেও পৌনে ৯টা নাগাদ ট্রেনটি বেলদা স্টেশনে পৌঁছলে সিগন্যাল লাল করে দেওয়া হয়। আরপিএফ, রেল পুলিশ দফায় দফায় গোটা ট্রেনে তল্লাশি চালাতে থাকে। বোমার খবর শুনে আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি প্ল্যাটফর্মে নেমে যান। পরে খড়্গপুর থেকে আসে রেল পুলিশের বম্ব স্কোয়াড। পুলিশ ফের যখন ট্রেন ছাড়ার অনুমতি দেয়, তত ক্ষণে ১১টা বেজে গিয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, বোমার ‘খবর’ দিয়ে যুবকটি চলে যাওয়ার সময়ে গেটম্যান তার মোটরসাইকেলের নম্বর লিখে রেখেছিলেন। সেই সূত্রেই খড়গপুর থেকে তাকে ধরা হয়।
|
বৃদ্ধা খুনে ফের গ্রেফতার দুই |
মেদিনীপুর শহরের নজরগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা গীতা রায়কে খুন করে ডাকাতির ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হল খোওয়া যাওয়া আরও একটি মোবাইল, টেলিভিশন ও জুতো। এই ঘটনায় জড়িত সন্দেহে আগেই গ্রেফতার হয়েছিল শহরঘেঁষা হোসনাবাদের কিশোর শেখ কাজেম আলি। শুক্রবার ধরা পড়ল তারই দাদা ২১ বছরের শেখ শেরিফ আলি এবং আবু নামে এক রং-মিস্ত্রি। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুনের ঘটনার মাস দুয়েক আগে গীতাদেবীর বাড়িতে রঙের কাজ করেছিল তারা। পুলিশের দাবি, দলটির প্রায় সকলেই মাদকাসক্ত। নেশার টাকার সংস্থান করতেই ডাকাতির ছক কষে তারা। আবুকে চিনে ফেলেছিলেন বৃদ্ধা। তার পরই তাঁকে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, প্রথমে শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়। পরে মাথায় কাঠ দিয়ে আঘাত করে খুন করা হয়। শহর জুড়েই মাদকাসক্তি বাড়ছে। চুরি-ছিনতাইও বাড়ছে। উদ্বিগ্ন শহরবাসী। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ মুখোপাধ্যায় অবশ্য বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। চুরি, ছিনতাইয়ের ঘটনার কিনারাও হচ্ছে। অভিযান আরও বাড়ানো হবে।”
|
পরীক্ষার মরসুমেও দফায় দফায় লোডশেডিং হচ্ছে। এই অভিযোগে শুক্রবার বিদ্যুৎ দফতরের মেদিনীপুর জোনাল কার্যালয়ে বিক্ষোভ দেখাল এসএফআই। কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। এসএফআইয়ের মেদিনীপুর শহর জোনাল কমিটির সম্পাদক অসিত লৌহ বলেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে লোডশেডিং না হয়, সেই বিষয়টি দেখার জন্য আগেই কর্তৃপক্ষের কাছে অনুরোধ রেখেছিলাম। আশ্বাস মিললেও এখন দফায় দফায় লোডশেডিং চলছে। পরীক্ষার্থীরা সমস্যায় পড়ছেন।”
|
এফসিআইয়ের চাল বেআইনি ভাবে মজুত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকার বাসিন্দা ভবানী পাণ্ডের বাড়ি সংলগ্ন গুদামে তল্লাশি চালায় পুলিশ। ১১ বস্তা চাল উদ্ধার করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রাহুল নাথ। তিনি গুদামটি সিল করে দেওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত, ওই এলাকাতেই এফসিআইয়ের গুদাম রয়েছে।
|
শ্রমিক-মালিক বিরোধে অচলাবস্থা দেখা দিল তাঁতিগেড়িয়ার এক সুতোকলে। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ আগে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তা মানছেন না। মূলত শ্রমিকদের বকেয়া ডিএ দেওয়া, কাজের সময় নিয়েই বিরোধের সূত্রপাত। শুক্রবার কারখানা কার্যত বন্ধই ছিল। প্রশাসন জানিয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। |