অন্য ছেলের সঙ্গে প্রেমিকার সম্পর্ক মানতে পারেনি প্রেমিক। সেই আক্রোশে প্রেমিকাকে লক্ষ করে গুলি চালায় সে। গুলি না লাগলেও ভয়ে এবং আওয়াজের চোটে পুকুরে পড়ে যায় প্রেমিকা। প্রেমিকার মৃত্যু হয়েছে ভেবে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে ওই যুবক। শুক্রবার সকালে সন্দেশখালি থানার কালীনগরে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম বিষ্ণু মণ্ডল (২৫)। তার বাড়ি সন্দেশখালিরই চৈতল গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। একাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরী ঘটনার পরে পরীক্ষাও দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুর সঙ্গে বছর তিনেক ধরে সম্পর্ক ছিল ন্যাজাটের বাসিন্দা ওই কিশোরীর। কর্মসূত্রে চেন্নাইয়ে এক ঠিকাদারের অধীনে কাজ করত বিষ্ণু। মাস খানেক আগে সে বাড়ি ফেরে। ইতিমধ্যে অন্য একটি ছেলের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। বাড়ি ফিরে তা জেনে খেপে যায় বিষ্ণু। ওই কিশোরী এ দিন বন্ধুদের সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। সেই সময় রাস্তায় তার পথ আটকায় বিষ্ণু। ছাত্রীর সঙ্গীরা পুলিশকে জানায়, রাস্তায় আচমকা তাদের বন্ধুর পথ আটকায় এক যুবক। তাকে বলে, কেন সে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এর পরেই তার চুলের মুঠি ধরে মাঠের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে আচমকা ওই যুবক পকেট থেকে রিভলভার বের করলে তারা ভয়ে ছুটে পালিয়ে যায়। কোনওমতে হাত ছাড়িয়ে ছুটতে থাকে ওই কিশোরীও। সেই সময় তাকে লক্ষ করে এক রাউন্ড গুলি ছোড়ে বিষ্ণু। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও গুলির আওয়াজে ভয় পেয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় ওই কিশোরী। প্রেমিকাকে পড়ে যেতে দেখে তার মৃত্যু হয়েছে ভেবে রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে বিষ্ণু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। |
পেশায় মাছ ব্যবসায়ী বিষ্ণুর বাবা বেনো মণ্ডল পুলিশকে বলেন, ‘‘বছর তিনেক আগে আমাদের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল ওই কিশোরী। সেই সময়েই ছেলের সঙ্গে তার পরিচয় হয়। এর পর বিষ্ণু চেন্নাইয়ে কাজ করতে যায়। মাস খানেক আগে সে বাড়ি ফিরে আসে। বিষ্ণু আমাদের জানায়, ওই কিশোরীকেই সে বিয়ে করতে চায়।” তিনি আরও জানান, ছেলের কথা শুনে তাঁরা স্বামী-স্ত্রী ন্যাজাটে ওই কিশোরীর বাড়িতে তাঁর বাবা-মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। কিন্তু ওই কিশোরীর বাবা-মায়ের সঙ্গে তাঁদের দেখা হয়নি।
বিষ্ণুর সঙ্গে সম্পর্কের ব্যাপারে ওই কিশোরীর বাবা পুলিশকে জানান, এমন কোনও সম্পর্কের কথা মেয়ে তাঁদের কখনও জানায়নি। যদিও পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, “চৈতল গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে তার সঙ্গে বিষ্ণুর আলাপ হয়েছিল। এর পরে বিষ্ণু চেন্নাই চলে যায়। সেখান থেকে এতদিন ফোনেই কথাবার্তা হয়েছে।” তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে অন্য একটি ছেলের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। বিষ্ণু এ খবর জানতে পেরে খেপে যায় এবং এ দিন ওই কিশোরী পরীক্ষা দিতে যাওয়ার সময় তার উপরে হামলা করে। গুলির আওয়াজে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরা দেখেন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন এক যুবক। তাঁরাই পুকুর থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন, পুলিশকে খবর দেন। |