জোটের প্রশ্নে কৌশলী মমতা |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রত্যাশা মতোই বৃহস্পতিবারের ব্রিগেড সমাবেশ থেকে দিল্লি অভিযানের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা ভোটের জন্য স্লোগান তুললেন, ‘চলো দিল্লি চলো। নতুন ভারত গড়ো।’ কিন্তু সেই চলার পথে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কোনও একটির সঙ্গে জোট গড়বেন, কি গড়বেন না সেই প্রশ্ন এড়িয়ে গেলেন কৌশলে। |
|
নেতাদের মঞ্চে রাখলেও প্রাধান্য কিন্তু বিশিষ্টদেরই |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মুখ্য চরিত্র তিনিই। দলকে বার্তা দেওয়ার মুখ্য দায়িত্বও তাঁর। কিন্তু পার্শ্বচরিত্র হিসেবে দলের প্রথম সারির নেতারা যে সুযোগ পান, তৃণমূলের এ বারের ব্রিগেডে তা-ও ঘটল না।
দলনেত্রী ছাড়া তৃণমূলের আর কোনও নেতাকেই রাজনৈতিক বক্তব্যের জন্য মাইক্রোফোন হাতে নিতে হল না বৃহস্পতিবার! যেটুকু মাইক হাতে পেয়েছেন, তাতে তৃণমূল নেতারা শুধু ভিড় সামলালেন। |
|
|
দুষ্টুমি দামালের ধর্ম, প্রশ্ন বিরোধীদের |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রত্যাশা ছিল, লোকসভা নিবার্চনের আগে শাসক দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে শৃঙ্খলারক্ষার কড়া বার্তা থাকবে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। দলের নেতা-কর্মীদের একাংশের বেফাঁস মন্তব্য নিয়ে হুঁশিয়ারি থাকবে। প্রত্যাশা ছিল সাম্প্রতিক কালের নানা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে স্পষ্ট বার্তারও। কিন্তু বৃহস্পতিবারের ব্রিগেড সমাবেশে সেই পথে হাঁটলেন না মুখ্যমন্ত্রী। ধর্ষণের ‘একটা-দু’টো ঘটনা নিয়ে হইচই’ করায় বরং কড়া আক্রমণ করলেন বিরোধী তথা সমালোচকদেরই। |
|
পাল্টা আক্রমণে নামল বিজেপি |
|
গাড়ি ছুটিয়ে
আনা হল গুরুঙ্গকে |
|
|
|
মঞ্চ থেকে দিদির ডাক,
বেড়া ভেঙে এগিয়ে এসো |
|
নন্দীগ্রামের মামলা এত সোজা নয়, তোপ নেত্রীর |
|
আসা-যাওয়ার
পথে দুর্ঘটনায় মৃত দুই |
|
|
ব্রিগেড বার্তা |
|
আয় বাড়লেও স্বল্প সঞ্চয়ে নয়া আমানত অধরা |
|
|
গাঁধী স্মরণে গরহাজির
মন্ত্রীরা, ক্ষুব্ধ রাজ্যপাল |
|
বেচতে চাই সব
সংবাদমাধ্যমই,
প্রস্তাব সুদীপ্তের |
৬৪ বছর
পার,
হাইকোর্টে
ঝুলেই মামলা |
|
টুকরো খবর |
|
|