একাদশের আদর্শ প্রশ্ন প্রকাশ |
একাদশ শ্রেণির পরীক্ষার আদর্শ প্রশ্নপত্র প্রকাশ করল সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। ২০১৩ থেকে একাদশ-দ্বাদশে নতুন পাঠ্যক্রম চালু হয়েছে। এ বারেই ওই পাঠ্যক্রমে প্রথম বার বার্ষিক পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। ছাত্র-শিক্ষক দু’পক্ষেরই সুবিধার কথা মাথায় রেখে আদর্শ প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে বলে জানান সমিতির সভাপতি দীপক দাস। তিনি বলেন, “কলেজ স্ট্রিটের বিভিন্ন বইয়ের দোকানে এই বই পাওয়া যাচ্ছে। সমিতির অফিসেও তা মিলবে।” ভবিষ্যতে উচ্চ মাধ্যমিকের আদর্শ প্রশ্নপত্রও প্রকাশ করা হবে বলে জানান তিনি।
|
পুলিশের অনুমতি না মেলায় দীপা দাশমুন্সির অনশন ইন্দিরা গাঁধীর মূর্তি থেকে স্থানান্তরিত হল ময়দানে গাঁধী মূর্তির পাদদেশে। রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতালের দাবি এবং নারী নির্যাতন, টেট-দুর্নীতির বিরুদ্ধে আজ, শুক্রবার দুপুর থেকে অনশনে বসার কথা দীপার। কিন্তু কাল, শনিবার কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রীর। রবিবার ভারতীয় জাদুঘরের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। অদূরে অনশন মঞ্চ হলে তাঁর যাতায়াতে নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কা। তাই সেখানে দীপাকে অনশনের অনুমতি দেয়নি পুলিশ।
|
রাজ্য জুড়ে শুরু হচ্ছে শ্রমিক মেলা। শ্রমিকদের সামাজিক নিরাপত্তার জন্য যে-সব সরকারি পরিষেবা চালু হয়েছে, সেই বিষয়ে সচেতনতা বাড়াতেই এই মেলার আয়োজন করছে শ্রম দফতর। ৫ ফেব্রুয়ারি থেকে সাতটি জেলায় এই মেলায় কয়েক লক্ষ শ্রমিক উপস্থিত থাকবেন বলে মনে করছে সরকার। |