বেচতে চাই সব সংবাদমাধ্যমই, প্রস্তাব সুদীপ্তের
ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা মেটানোর জন্য ব্রডকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড বা বিডব্লিউডব্লিউ-এর অধীন চার চ্যানেল বিক্রিতে আগেই সায় দিয়েছিলেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। এ বার তিনি জানালেন, শুধু বিডব্লিউডব্লিউ-এর তারা নিউজ, তারা মিউজিক, তারা পঞ্জাবি ও টিভি সাউথ এশিয়া নয়, সারদার সব ক’টি চ্যানেল ও সংবাদপত্রই বেচে দিতে চান তাঁরা। সারদার ভরাডুবিতে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য গড়া বিচারপতি শ্যামল সেন কমিশনে বৃহস্পতিবার লিখিত ভাবে এই প্রস্তাব দেন সুদীপ্ত।
গত ২৪ জানুয়ারি বিধাননগর আদালতে হাজিরার দিন থাকায় সারদা-প্রধান ওই কমিশনে যেতে পারেননি তিনি। এ দিন বেলা ১২টায় কমিশনের কাজ শুরু করেন চেয়ারম্যান শ্যামল সেন এবং দুই সদস্য অম্লান বসু ও যোগেশ চট্টোপাধ্যায়। তার পরে সুদীপ্তকে সেখানে হাজির করায় পুলিশ। সারদার অধীনে থাকা চ্যানেল নিয়ে প্রশ্ন উঠতেই সুদীপ্ত জানান, চ্যানেল টেন, সকালবেলা, কলম, আজাদ হিন্দ, অসমের সেভেন সিস্টার পোস্ট, আজিব দৈনিক সংবাদ-সহ তাঁর অধীন সব সংবাদমাধ্যমই বেচে দিতে চান তিনি। বিক্রি বাবদ পাওয়া সব টাকাই কমিশনে জমা দেওয়া হবে। সুদীপ্ত জানান, ওই সব সংবাদমাধ্যমের সব ক’টি পুরোপুরি তাঁর নয়। কয়েকটিতে তাঁর অংশ আছে মাত্র। সেগুলোর অন্যান্য অংশীদার যদি তাঁর অংশ কিনে নিতে চান, তাতেও তিনি রাজি আছেন।
সারদা-কর্ণধার এ দিনই কমিশনে জানান, প্রাক্তন সাংসদ মাতঙ্গ সিংহ ও মনোরঞ্জনা সিংহের কাছে তাঁর অনেক টাকা পাওনা রয়েছে। সারদার আইনজীবী সমীর দাসের দাবি, “সুদীপ্ত কমিশনে জানিয়েছেন, মাতঙ্গকে ২৫ কোটি ও মনোরঞ্জনাকে ২৮ কোটি টাকা দেওয়া হয়েছিল। ওই দু’জনকে কমিশনের ডেকে পাঠানোর আর্জিও জানান তাঁর মক্কেল।” সমীরবাবু বলেন, মাতঙ্গ আর মনোরঞ্জনাকে যাতে এক দিনে কমিশনে ডাকা না-হয়, সেই আবেদনও জানানো হয়েছে। কমিশন সূত্রের খবর, ১৪ ফেব্রুয়ারি মাতঙ্গকে কমিশনে ডেকে পাঠানো হচ্ছে।
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পর থেকেই সংস্থার সম্পত্তি বেচে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার দাবি উঠছে। মামলাও হয়েছে। তার পরে প্রাথমিক ভাবে সারদার চারটি চ্যানেল নিলামে বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করে। কিন্তু কেন্দ্রীয় এনফোর্সমেন্ট বিভাগ বা ইডি কলকাতা হাইকোর্টে বলেছে, সারদার কোনও সম্পত্তি বিক্রির এক্তিয়ার নেই সেন কমিশনের। তাদের কাছ থেকে ওই সংস্থার কোনও সম্পত্তি কিনলে সেটাও আইনসিদ্ধ হবে না বলে সওয়াল করেছে ইডি। এর মধ্যেই কমিশনে নিজের সব সংবাদমাধ্যম বিক্রির প্রস্তাব দিলেন সারদা-কর্ণধার।
নিলামে চ্যানেল বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেন কমিশন কয়েক দিন আগেই বিডব্লিউডব্লিউ-এর অধীনে থাকা সব সংবাদমাধ্যমের লাইসেন্স জমা দিতে বলেছিল বিধাননগর কমিশনারেটকে। এ দিন কমিশনারেট জানায়, তারা ওই সংস্থার কোনও লাইসেন্স বাজেয়াপ্ত করেনি। তা হলে ওই সব চ্যানেলের লাইসেন্স কোথায় গেল? শ্যামলবাবু জানান, চ্যানেলের তরফে ২০১২-’১৩ সাল পর্যন্ত অনুমতির কাগজপত্র দেখানো হয়েছে। তার পরের কোনও নথিপত্র মেলেনি। এই সব কারণে ওই চারটি চ্যানেল বিক্রির প্রক্রিয়াও পিছিয়ে যাচ্ছে বলে কমিশনের খবর।
শুধু চ্যানেল নয়, সুদীপ্ত আগেই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায় বাংলো (সারদা গার্ডেন্স) বেচারও অনুমতি দিয়েছিলেন বলে কমিশন সূত্রের খবর। বাংলোগুলির বকেয়া বাবদ ইতিমধ্যেই ৪৫ লক্ষ টাকা কমিশনে জমা দিয়েছেন ১৫ জন আবেদনকারী। ঠিক ছিল, এ দিনই বিক্রির দলিলে (ডিড অব সেল) স্বাক্ষর করবেন সুদীপ্ত। কিন্তু আইনি জটিলতায় এ দিন তা আটকে যায়।

সারদা মামলায় সিদ্ধান্ত আজ
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে যে-মামলা হয়েছে, আজ, শুক্রবার তার ভবিষ্যৎ নির্ধারিত হবে। মামলাটি যে-বেঞ্চে চলছে, সেখানেই থাকবে, নাকি অন্যত্র সরে যাবে, সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে সব পক্ষই। এত দিন মামলাটির শুনানি চলছিল বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। ১০ মাস কেটে গিয়েছে। এখন তাঁরা মামলাটি প্রত্যাহার করে নিতে চান বলে আবেদনকারীর আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় মঙ্গলবার আদালতে জানান। বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর বেঞ্চ সারদা বিষয়ক সব মামলাই ছেড়ে দিতে রাজি আছে। আজ এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.