উত্তরবঙ্গ |
গুজবে নুন
কেনার ধুম উত্তরবঙ্গে |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: নুনের সঙ্কট দেখা দেবে এই গুজবে কান দিয়ে তা কিনতে হুড়োহুড়ি পড়ে যায় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন বাজারে। বৃহস্পতিবার রাত ৯টায় বিধান মার্কেটের দোকান থেকে নুন কিনতে ভিড় করেন প্রচুর বাসিন্দা। বাজারের কয়েকটি দোকান খুলিয়ে বাসিন্দারা নুন কেনা শুরু করেন বলে অভিযোগ। ভিড়ের মধ্যে নুন কেনা নিয়ে হুটোপুটি, তা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। |
|
নিজস্ব সংবাদদাতা, চাঁচল: গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে ম্যানেজার-সহ কর্মী ও গ্রাহকদের মারধরের পর সাড়ে ৬ লক্ষ টাকা লুঠ করে পালানোর সময় ধরা পড়ে গেল ৭ দুষ্কৃতী। মালদহের রতুয়ার দেবীপুরে বৃহস্পতিবার দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ঘটনাটি ঘটে। ব্যাঙ্কে নির্বিঘ্নে লুঠপাট সেরে পালালেও মোবাইল ফোনে খবর পেয়ে তাদের পিছু ধাওয়া করে পুলিশ। |
গ্রাহক সেজে লুঠ,
গ্রেফতার ৭ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
বাসিন্দাদের বাধা, পুনর্বাসনে হোঁচট খেল প্রশাসন |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে সচিবালয় উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জন্যই শিলিগুড়ির ফুলবাড়ির ওই নির্মীয়মাণ মিনি মহাকরণের চত্বর থেকে ২৪টি দখলদার পরিবারকে পুনর্বাসনের শর্তে সরিয়ে দিতে উদ্যোগী হয়েছিল প্রশাসন। তাঁদের নতুন জায়গা চিহ্নিত করে ঘর তৈরির জন্য সরকারি তরফে কিছু টাকাও দেওয়া হয়। |
|
কৌশিক চৌধুরী, শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দরের প্রিপেড ট্যাক্সি বুথকে ঘিরে বিতর্কের পর বিমানবন্দর থেকে পুলিশ ফাঁড়িটিও সরিয়ে নিতে চায় শিলিগুড়ি পুলিশ। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারেটের অন্য অফিসারদের সঙ্গে আলোচনা করেছে। |
বাগডোগরা থেকে ফাঁড়ি
সরিয়ে নিতে চায় পুলিশ |
|
অভাবেই দিন কাটে
অসুস্থ ভাওয়াইয়া শিল্পীর |
|
|
বন্ধ, পরিত্যক্ত বাগান
চালুতে উদ্যোগী রাজ্য |
কংগ্রেস থেকে
তৃণমূলে যোগ |
|
নাবালিকাকে ধর্ষণ, ধৃত |
|
|
জাতীয় সড়কের
খন্দ-পথে নিত্য
হয়রানি শামুকতলায় |
|
দমকলকেন্দ্র হয়নি ৩ বছরেও |
জিএনএলএফ নেতা গ্রেফতার |
|
টুকরো খবর |
|
|
চিত্র সংবাদ |
|
|