নুনের সঙ্কট দেখা দেবে এই গুজবে কান দিয়ে তা কিনতে হুড়োহুড়ি পড়ে যায় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন বাজারে। বৃহস্পতিবার রাত ৯টায় বিধান মার্কেটের দোকান থেকে নুন কিনতে ভিড় করেন প্রচুর বাসিন্দা। বাজারের কয়েকটি দোকান খুলিয়ে বাসিন্দারা নুন কেনা শুরু করেন বলে অভিযোগ। ভিড়ের মধ্যে নুন কেনা নিয়ে হুটোপুটি, তা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। বিভিন্ন ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, কিছু লোক বলে বেড়াচ্ছেন বিহারে ১০০-১৫০ টাকা কেজি দরে নুন বিক্রি হচ্ছে। এই বাজারেও দুই এক দিনের মধ্যে নুন মিলবে না। তাতে নুন মহার্ঘ্য হয়ে পড়বে। এই গুজবেই কান দিয়ে নুন কিনতে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ ২৫ টাকায় আবার কেউ ৩০ টাকা কেজি দরেও বাড়িতে নুন কিনে নিয়ে যান। ভিড় বাড়তে দেখে অনেক দোকান ১০০ থেকে ১৫০ টাকা কেজি নুনের দর ডাকেন বলেও অভিযোগ।
গুজবেই এই ঘটনা বলে জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তিনি পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন। গৌতমবাবু বলেন, “কোথাও নুনের অভাব নেই। কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গুজব ছড়াচ্ছেন। পুলিশ প্রশাসনকে নজরদারি করতে বলা হয়েছে।” বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক চিত্তরঞ্জন দাস জানান, কিছু লোক গুজব রটিয়েছে বলেই মনে হচ্ছে। বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিকেলের দিকে ডুয়ার্সের হাসিমারা, জয়গাঁ, শামুকতলা, বীরপাড়া, কুমারগ্রাম এলাকার বিভিন্ন বাজারে নুন কেনা নিয়ে হুটোপুটি শুরু হয়। পরে সন্ধ্যার দিকে শুরু হয় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির বিভিন্ন বাজারে। মালদহের চাঁচলেও একই গুজব রটে। লবনের সঙ্কট বা দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রশাসনের কর্তারা অবশ্য কিছু জানেন না। প্রশাসনের তরফে খোঁজখবর শুরু হয়েছে। উত্তরবঙ্গের বৃহত্তর ব্যবসায়ী সংগঠন ফোসিনের তরফেও বাসিন্দাদের কাছে এ ভাবে বেশি দরে লবন না কিনতে অনুরোধ করা হয়েছে। ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নর্থবেঙ্গল (ফোসিন)-এর সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হুজব রটিয়ে এ সব করছেন। তাদের ফাঁদে পা না দিতে আহ্বান জানানো হচ্ছে।” ফোসিনের উত্তরবঙ্গের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরাও জানিয়েছেন, পর্যাপ্ত নুন সমস্ত জায়গায় রয়েছে। তার পরেও এক শ্রেণির লোক গুজব রটাচ্ছেন।
কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী জানান, জেলায় ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলেছেন। পর্যাপ্ত নুন মজুত রয়েছে। গুজব রটিয়ে বেশি দামে নুন বিক্রির চেষ্টা হচ্ছে। থানাগুলিকে বলা হয়েছে নজরদারি চালিয়ে ব্যবস্থা নিতে। শিলিগুড়ির মহকুমাশাসক দীপাপ প্রিয়া বলেন, “খোঁজ নিয়ে জেনেছি নুন পর্যাপ্ত রয়েছে। গুজব রটিয়ে বেশি দামে বিক্রির চেষ্টা হচ্ছে।”
জলপাইগুড়ির জেলা তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক জগদীশ রায় শিলিগুড়ির হাকিমপাড়ায় থাকেন। তিনি জানান, সন্ধ্যার দিকে পাড়ার দোকানগুলিতে গিয়ে বাসিন্দারা কেউ ১০ কেজি কেউ ১৮ কেজি নুন কিনে যাচ্ছেন দেখে কারণ জানতে চাই। তাঁরা জানান, লবনের সঙ্কট দেখা দেবে বলে জানা গিয়েছে। তাই তারা বেশিকরে কিনে নিয়ে যাচ্ছেন। জগদীশবাবু বলেন, “খোঁজ নিয়ে জেনেছি। কোথাও নুনের সঙ্কট নেই। হুজব রটিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মুনাফা লাভের চেষ্টা করছে।” |