ক্ষতিপূরণ দেবে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
প্রস্তাবিত পূর্ব পশ্চিম মহাসড়ক তৈরির জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে এলাকার গত দশ বছরের জমি বিক্রির রেকর্ডের ভিত্তিতে বাসিন্দারা ক্ষতিপূরণ পাবেন বলে জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। গত বুধবার সরকারি হারের থেকে অন্তত ৪ গুণ বেশি হারে ক্ষতিপূরণ দাবি করে আন্দোলন করেন জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগর এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি ছিল, যে হারে সরকারি ক্ষতিপূরণ মিলছে তা যথেষ্ট নয়। জলপাইগুড়ি জেলা বিশেষ ভূমি অধিগ্রহণ আধিকারিক শুভজিৎ মণ্ডল বলেন, “সরকারী নিয়মানুযায়ী যে এলাকাগুলি অধিগ্রহণ করা হবে সেখানকার গত দশ বছরের জমি বিক্রির রেকর্ড অনুসারে সর্বোচ্চ দাম দেওয়া হবে। ক্ষতিপূরণের চেক নেওয়ার পরেও বাসিন্দারা বিভাগীয় কমিশনারের কাছে ফের আবেদন জানাতে পারবেন।”
|
দাবিপত্র পেশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বধূকে আত্মহত্যায় প্ররোচনায় মূল অভিযুক্ত সোমেশ ঘোষের স্কুলের রেজিস্ট্রেশন বাতিল দাবি তুললেন তরুণীর মা। তিনি রাজ্যপাল, সমাজকল্যাণ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, মানবাধিকার কমিশনসহ ১০ জায়গায় দাবিপত্র পাঠান। |