উত্তরবঙ্গ |
ইসলামপুরে লগ্নি সংস্থার
দফতরে গুলি, মৃত এজেন্ট |
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলিতে মৃত্যু হল বেসরকারি লগ্নি সংস্থা রোজ ভ্যালীর এক এজেন্টের। নাম আব্দুল কায়ুম (২৮)। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুরের চাকুলিয়া বাজারে রোজ ভ্যালীর স্থানীয় একটি শাখার মধ্যেই এই ঘটনার পরে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই নিরাপত্তারক্ষীর নাম কামরুপ জামা। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, জেরার মুখে কামরুপ বলেছেন, ওই দফতরের এক নৈশরক্ষী আচমকাই দফতরে ঢুকে তাঁর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে কায়ুমকে গুলি করে। |
|
সন্দেহভাজন লস্কর জঙ্গি ধৃত |
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: জাল নোট-সহ লস্কর-ই-তইবার এক সন্দেহভাজন লিঙ্কম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার মাদারগাছি এলাকা থেকে ধৃত মহম্মদ আলাউদ্দিনের বাড়ি ওই এলাকাতেই। বৃহস্পতিবার ইসলামপুর আদালত ধৃতকে ৭ দিন পুলিশ-হেফাজতে রাখার নির্দেশ দেয়। গোয়েন্দা দফতর সূত্রে খবর, দিল্লিতে প্রায় দেড় দশক আগে একটি বিস্ফোরণের পরে উমের আলি নামে এক সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে পুলিশ প্রথম আলাউদ্দিন ওরফে আবু গফুরের নাম জানতে পারে। |
|
|
বেতন না পেয়ে
বিপাকে কর্মীরা |
শেষ দিনে পুরভোটের
মনোনয়ন দেবে তৃণমূল |
|
|
জলবন্দি
বাড়ছে মালদহে |
|
দুই জেলায় বিএসএনএলের
অফিসে আন্দোলন
অস্থায়ী কর্মীদের |
|
|
কলকাতায় দেহ উদ্ধার মালদহের আইনজীবীর |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
বিনয় তামাং ধরা পড়তেই তপ্ত পাহাড় |
|
রেজা প্রধান, দার্জিলিং ও
কিশোর সাহা, শিলিগুড়ি: রাজ্যপালের মধ্যস্থতায় আলোচনার দরজা খুলে মুখরক্ষার পথ খুঁজছিলেন বিমল গুরুঙ্গ। বুধবার বিকেলে ফেসবুকে সে কথাই লিখেছিলেন তিনি। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য প্রশাসন স্পষ্ট করে দিল, তারা কঠোর অবস্থানে অনড় থাকছে। বৃহস্পতিবার ভোরে পুরনো মামলায় গ্রেফতার করা হল মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য তথা গুরুঙ্গের ডান হাত বলে পরিচিত বিনয় তামাংকে। যার জেরে কাল, শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য পাহাড় বনধের ডাক দেন গুরুঙ্গ। |
|
থমথমে কালিম্পঙে প্রশ্ন, বিনয়ের পরে এ বার কে |
সংগ্রাম সিংহ রায়, কালিম্পং: বুধবার রাতেও পাহাড়বাসী ঘুমোতে গিয়েছিলেন এই আশা নিয়ে যে, অবশেষে স্বাভাবিক হবে পাহাড়। শুক্রবার গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন কর্মসূচি শেষ হচ্ছে। তার পরে শান্তি ফিরবে। কিন্তু বৃহস্পতিবার ভোর হল ফের গণ্ডগোলের আশঙ্কা নিয়েই। কাকভোরে প্রাতর্ভ্রমণের সময়েই কালিম্পং থানার সামনে ইতিউতি মোর্চা নেতাদের জটলা থেকেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে, মোর্চার কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক বিনয় তামাংকে গ্রেফতার করা হয়েছে। |
|
|
পাড় বাঁধাতে আজ
উদ্বোধন নয়া প্রযুক্তির |
ডুয়ার্সে সেনা বেস
ক্যাম্পের পরিকল্পনা |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|