জাল নোট-সহ লস্কর-ই-তইবার এক সন্দেহভাজন লিঙ্কম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার মাদারগাছি এলাকা থেকে ধৃত মহম্মদ আলাউদ্দিনের বাড়ি ওই এলাকাতেই। বৃহস্পতিবার ইসলামপুর আদালত ধৃতকে ৭ দিন পুলিশ-হেফাজতে রাখার নির্দেশ দেয়। |
গোয়েন্দা দফতর সূত্রে খবর, দিল্লিতে প্রায় দেড় দশক আগে একটি বিস্ফোরণের পরে উমের আলি নামে এক সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে পুলিশ প্রথম আলাউদ্দিন ওরফে আবু গফুরের নাম জানতে পারে। সেই সময়ে আলাউদ্দিন গা ঢাকা দেন। ১৬ অগস্ট শিলিগুড়ির কাছে নেপাল সীমান্তে দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ লস্কর-জঙ্গি সৈয়দ আবদুল করিম ওরফে টুন্ডা গ্রেফতার হন। জেরায় জানা যায়, টুন্ডার শ্বশুরবাড়ি করণদিঘি এলাকায়। খবর চাউর হতে করণদিঘি থানা সক্রিয় হয়ে ওঠে। তখনই পুলিশ জানতে পারে, পঞ্চাশোর্ধ্ব আলাউদ্দিন এলাকায় ফিরেছেন। পুলিশ সূত্রের খবর, ধৃতের কাছ থেকে একটি বাংলাদেশি সিম-কার্ড, একটি ভারতীয় সিম-কার্ড, ৬ হাজার টাকার জাল নোট মিলেছে। পুলিশের দাবি, আলাউদ্দিন বেশির ভাগ সময় দেশের বিভিন্ন প্রান্তে থাকতেন। এমনকী তিনি দীর্ঘদিন বাংলাদেশেও ছিলেন। তাঁর সঙ্গে ধৃত জঙ্গি টুন্ডার কোনও যোগাযোগ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অখিলেশ চর্তুবেদী বলেন, “ধৃত ব্যক্তি জাল নোট চক্রের সঙ্গে যুক্ত। তার কাছে একটি বাংলাদেশি সিমকার্ড মিলেছে। তদন্ত চলছে।” |