নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলিতে মৃত্যু হল বেসরকারি লগ্নি সংস্থা রোজ ভ্যালীর এক এজেন্টের। নাম আব্দুল কায়ুম (২৮)। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুরের চাকুলিয়া বাজারে রোজ ভ্যালীর স্থানীয় একটি শাখার মধ্যেই এই ঘটনার পরে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই নিরাপত্তারক্ষীর নাম কামরুপ জামা। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, জেরার মুখে কামরুপ বলেছেন, ওই দফতরের এক নৈশরক্ষী আচমকাই দফতরে ঢুকে তাঁর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে কায়ুমকে গুলি করে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে টাকা লেনদন জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।” চাকুলিয়ার ঝঙ্গরটুলির বাসিন্দা ওই নৈশরক্ষী পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চলছে। রোজ ভ্যালীর দাবি, বন্দুক থেকে আচমকা গুলি বেরিয়ে যাওয়াতেই কায়ুমের মৃত্যু হয়েছে।
চাকুলিয়া বাজারে মার্কেট কমপ্লেক্সের দোতলায় রোজ ভ্যালীর দফতরটিতে এ দিন স্বাভাবিক ভিড়ই ছিল। এজেন্টরা জানান, কে গুলি চালিয়েছে, তা দেখতে পাননি। গুলির শব্দে তাঁরা দেখেন রক্তাপ্লুত কায়ুম পড়ে আছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামরুপও এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা-ও দেখা হচ্ছে। কামরুপের কথায় অসঙ্গতি রয়েছে।
বাঁ চোখে গুলি ঢুকে ঘটনাস্থলেই মারা যান চাকুলিয়া গ্রাম এলাকার বাসিন্দা কায়ুম। তাঁর দাদা মহম্মদ আফাদ বলেন, “ভাই রোজ ভ্যালীর এজেন্ট। তাই তাকে প্রায়ই দফতরে যেতে হত। এ দিনও গিয়েছিল। তবে ভাইয়ের সঙ্গে কারও গণ্ডগোল ছিল বলে শুনিনি।” তাই নির্দিষ্ট করে কারও নামে খুনের অভিযোগও এ দিন রাত পর্যন্ত তাঁরা করেননি।
রোজ ভ্যালীর দাবি, বন্দুক থেকে আচমকা গুলি বেরিয়ে যাওয়াতেই কায়ুমের মৃত্যু হয়েছে। শিলিগুড়ি রিজিয়নের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্রাঞ্চে তখন অনেকেই ছিলেন। তাঁদেরই একজন বন্দুকটি নিয়ে নাড়াচাড়া করছিলেন। তাতেই গুলি বেরিয়ে আমাদের এজেন্ট মারা গিয়েছেন।” তবে তাঁরা নিজেরাও এই ঘটনার অভ্যন্তরীণ তদন্তও তাঁরা করবেন বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্ত। তিনি বলেন, “আমাদের ফিল্ড এজেন্ট কায়ুমের দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য রোজ ভ্যালী কর্তৃপক্ষ ও সব কর্মী দুঃখিত। কায়ুমের পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হবে।” কায়ুমের পরিবারের প্রতি সহমর্মিতা দেখাতে আজ শুক্রবার শিলিগুড়ির সব শাখা দফতর বন্ধ রাখবে রোজ ভ্যালী। এ দিন এই ঘটনার জেরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এমনকী এলাকার সমস্ত সরকারি দফতর বন্ধ করে দেন তাঁরা। স্থানীয় বিধায়ক ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজ বলেন, “মৃতের পরিবারের লোকের সঙ্গে দেখা করেছি। তারা বলতেই পারছেন না কে বা কারা তাকে গুলি করল। এলাকার ভাল ছেলে বলেই পরিচিত ছিল ওই যুবক। তবে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছি।” |