বহির্বাণিজ্যের ট্রাকের ধাক্কায় দুই যাত্রীর মৃত্যুতে অবরোধ, ভাঙচুরের জেরে তুমুল উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের হিলিতে। বালুরঘাটের চিঙ্গিশপুর এলাকায় এক পথচারীকে ধাক্কা মারায় উত্তেজিত জনতা একটি বাস পুড়িয়ে দেয়। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে হিলির বালুপাড়া ট্রাক টার্মিনাসের সামনে। যাত্রীবাহী একটি ট্রেকার বালুরঘাটের দিকে আসার সময় ট্রাক টার্মিনাসের মোড়ে থামতেই পেছন দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান হিলির ফতেপুরের সৌমিত্র মালো (৩২) ও উজালের বিমল বর্মন (৪৮)। জখম ট্রেকারের দুই যাত্রীকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন বিকেল ৫টা নাগাদ বালুরঘাট থানার চিঙ্গিশপুর এলাকার আলিপুরের দিকে যাওয়ার সময় একটি বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী জখম হন। তাঁকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রতিবাদে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
|
ভর্তির দাবিতে অবস্থানে ৬৮ |
ভর্তির দাবিতে দুপুর থেকে মাঝ রাত অবধি কলেজ চত্বরে অবস্থান করলেন ৬৮ পড়ুয়া। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায় অনুপস্থিত থাকায় হিমশিম খান শিক্ষক-শিক্ষিকারা। পুলিশ ছাত্রদের তালিকা তৈরি করে মহকুমাশাসকের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ ও হেমতাবাদে বাসিন্দা ওই পড়ুয়ারা বৃহস্পতিবার রায়গঞ্জে কর্ণজোড়ায় মহকুমাশাসকের সঙ্গে দেখা করে লিখিত ভাবে ভর্তির দাবি জানান। মহকুমাশাসক নন্দিনী সরস্বতী বলেন, “রায়গঞ্জ ও হেমতাবাদ এলাকার পড়ুয়ারা যাতে ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন, সে চেষ্টা হচ্ছে। বাকিদের ইউনিভার্সিটি কলেজের বদলে সংশ্লিষ্ট ব্লকের কলেজগুলিতেই ভর্তির পরামর্শ দিয়েছি। প্রয়োজনে আমি তাঁদের ভর্তির ব্যবস্থা করব।”
|
ডাকাতি করতে যাওয়ার আগে পাঁচ দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। চারটি পাইপগান, চার রাউন্ড গুলি, একটি হাঁসুয়া ও একটি মিনি ট্রাক পুলিশ উদ্ধার করেছে।
|
তৃণমূল-কংগ্রেস চাপান-উতোর চলছে আলিপুরদুয়ার শহরে। বুধবার কংগ্রেসের পুরবোর্ডের নামে দুর্নীতির নালিশ করে তৃণমূল। বৃহস্পতিবার পাল্টা অভিযোগ করে বিদায়ী চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল নিজের দুর্নীতি নিয়ে ভাবু। পরে অন্যদের কথা ভাববে।” |