শেষ দিনে পুরভোটের মনোনয়ন দেবে তৃণমূল
পুরভোটের প্রার্থী বাছাই নিয়ে বালুরঘাটে দলের গোষ্ঠী কোন্দলের জেরে আজ, শুক্রবার শেষদিনে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নিল তৃণমূল। দলীয় সূত্রের খবর, ওয়ার্ড থেকে জেলা নেতৃত্বের কাছে দলের বিভিন্ন গোষ্ঠীর পাঠানো একাধিক প্রার্থীর মনোনয়ন নিয়েই গোলমাল শুরু। গত বুধবার রাতে শহরের কংগ্রেস পাড়ায় মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর বাড়ির পাশে নির্বাচনী কার্যালয়ে টিকিট না পাওয়া প্রার্থীর হয়ে দলের একাংশ কর্মী সমর্থকেরা তুমুল বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে পুলিশ ডাকা হয়। প্রার্থী মনোনয়ন নিয়ে দলের পুরনো ও নব্য তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বে বেশ কিছু ওয়ার্ডে বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠেছে।
দলের অন্দরের খবর, বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর মনোনয়ন ঠেকাতে তাই মনোনয়নের শেষদিনে বালুরঘাটের ২৫টি আসনেই একসঙ্গে প্রার্থীদের মনোনয়ন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “সমস্যা মিটিয়ে সবগুলি আসনে প্রার্থী নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আজ, শুক্রবার ২৫টি আসনে দলের প্রার্থীরা মনোনয়ন পেশ করবেন।” বালুরঘাটের তৃণমূলের সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, “গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। ওয়ার্ডগুলি থেকে একাধিক প্রার্থীর নাম জমা পড়ায় সমস্যা হয়েছিল। যোগ্যপ্রার্থীদের টিকিট দেওয়া হচ্ছে।”
অন্য দিকে, বালুরঘাট পুরসভায় ২৫টি আসনের মধ্যে ফ্রন্টগতভাবে আরএসপি ১৯টি আসনে এবং সিপিএম ৬টি আসনে জোট গড়ে লড়ছে। তবে দাবিমত ১টি করে আসন ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই না পাওয়ায় জেলা বামফ্রন্টেও চিড় ধরেছে। আগের ২৩টি ওয়ার্ড ভেঙে এবারে বাড়তি দুটি আসন তৈরি হয়ে বালুরঘাটে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৫টি। ফ্রন্টের বৈঠকে বাড়তি দুটি আসন ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই দাবি করেছিল। আরএসপির শহর সম্পাদক বিমল সরকার বলেন, “বামফ্রন্টের আসন বন্টন নীতি অনুযায়ী গত ভোটে জয়ী ও বিজিত দলের অবস্থানের নিরিখে আসন বন্টন হয়েছে। সে ক্ষেত্রে ফব এবং সিপিআই কোনও আসন পাবে না।”
গতবার ২৩টি ওয়ার্ডের মধ্যে আরএসপি ১৭টি এবং সিপিএম ৫টি ওয়ার্ড দখল করেছিল। কংগ্রেস পায় ১টি ওয়ার্ড। এ দিন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক স্বপন তরফদার বলেন, “আরএসপি আশ্বাস দেওয়ার পরেও আসন মিলবে না বলে শেষ মুহূর্তে জানানোয় আমরা প্রার্থী দিতে পারছি না। আলোচনায় বসে দলের কৌশল ঠিক করা হবে। আমাদের ভোট রয়েছে কী না তা আরএসপি বুঝবে।”
এ দিন বালুরঘাটে আরএসপি ১৭টি এবং সিপিএম ৬টি আসনে প্রার্থী মনোনয়ন পেশ করেন। বাকি ২টি আসনে আরএসপি শুক্রবার মনোনয়ন পেশ করবে। কংগ্রেস থেকে ইতিমধ্যে ১৭টি আসনে প্রার্থী মনোনয়ন পেশ করেছে। আজ, শুক্রবার বাকি আসনে মনোনয়ন দাখিল করা হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.