উত্তরবঙ্গ |
তুফানগঞ্জে সন্ত্রাসের
অভিযোগ বিজেপির |
নিজস্ব সংবাদদাতা, তুফানগঞ্জ: তৃণমূলের ‘সন্ত্রাসে’ মঙ্গলবার মনোনয়ন জমা না দিতে পারার অভিযোগ তুলল বিজেপি। তবে এ দিন মনোনয়ন জমা দিয়েছেন বাম প্রার্থীরা। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক নিখিল দে বলেন, “তৃণমূলের সন্ত্রাসে তুফানগঞ্জে দলের প্রার্থীরা প্রথম দিন থেকেই সমস্যায় পড়ছেন। প্রশাসনকে বলেও লাভ হচ্ছে না। মঙ্গলবারেও বক্সিরহাটে তুফানগঞ্জ ২ ব্লকে মনোনয়ন দাখিল করতে যাওয়া প্রার্থীদের জমায়েত থাকা বাড়িতে হামলা করে। মহিলা প্রার্থীদের গালাগাল দেয়। তৃণমূল সমর্থকরা ফলে ওই ব্লকে এদিন কেউ মনোনয়ন দিতে পারেনি।” |
|
রাজনীতির ময়দানে জিততে চান জানকী |
নমিতেশ ঘোষ, কোচবিহার: যিনি রাঁধেন তিনিই চুল বাঁধেন। আক্ষরিক অর্থেই তাই। সকাল উঠে এক ঘণ্টা ‘জ্যাভলিন থ্রো’ অনুশীলন। সংসার সামলানো। তা শেষ হলে ভোটের প্রচারে গ্রামে চষে বেড়ানো। এখন এটাই রুটিন হয়ে দাঁড়িয়েছে কোচবিহারের প্রত্যন্ত চিলকির হাটে হলদিমোহন গ্রামের বধূ জানকি বক্সি বর্মনের। তৃণমূল কংগ্রেসের টিকিটে এবারে তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন। |
|
|
সন্ত্রাসে জমা
হয়নি মনোনয়ন |
পঞ্চায়েতে পৃথক
প্রার্থী দেবে ফব |
|
ব্যবসায়ীকে উদ্ধার, ধৃত ৪ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
তদন্তের নামে প্রহসন, বাম-অভিযোগ |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে দুর্নীতির মামলায় তদন্তের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ করল দার্জিলিং জেলা বামফ্রন্ট। মঙ্গলবার দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষে ডাকা নাগরিক কনভেনশনে ওই অভিযোগে সরব হন কয়েকশো বাসিন্দা। তাঁদের অভিযোগ, ওই দুর্নীতির সঙ্গে অভিযুক্তদের একাংশকে আড়াল করতে একটি প্রভাবশালী মহল সক্রিয়। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ব্লক, প্রয়োজনে থানা ভিত্তিতে বিভিন্ন এলাকায় শিবির করে শিলিগুড়ি মহকুমায় জমি দখল, ভুয়ো নথি দিয়ে জমি কেনাবেচা-সহ জমি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী জেলা প্রশাসন। মঙ্গলবার শিলিগুড়ির সার্কিট হাউজে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা-সহ পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক সৌমিত্র মোহন। |
জমির সমস্যা মেটাতে
শিবির করবে প্রশাসন |
|
চার দশক পরে জয়ের মুখে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব |
|
বাধ্য হয়েই যাত্রা
মালবাহী গাড়িতে |
|
|
খুশি চরের ৭২ ভোটার |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|