পরিত্যক্ত কুয়োয় নেমে মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পরিত্যক্ত কুয়োয় নেমে বিষাক্ত গ্যাসেই দমবন্ধ হয়ে মৃত্যু হল ২ জনের। মঙ্গলবার মাটিগাড়া থানা এলাকার আঠারোখাই অঞ্চলের চৈতন্যপুর এলাকায়। পুলিশ জানায়, মৃতদের নাম বাপ্পা দাস (২৬) ও জহরলাল রায় (৩৮)। বাপ্পার বাড়ি রায়গঞ্জে হলেও বর্তমানে কর্মসূত্রে শিলিগুড়ির বাসিন্দা। জহরলালবাবুর বাড়ি শিবমন্দিরে। বাপ্পাবাবু প্রথমে কুয়োয় নেমে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় জহরলালবাবুর। প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী, চৈতন্যপুরের বাসিন্দা বাপ্পা দাস স্থানীয় শম্ভু মণ্ডলের বাড়িতে কয়েক বছর থেকে ভাড়া থাকতেন। বাড়ির এলাকার মধ্যেই একটি কাঁচা কুয়ো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেটিকে বাড়িওয়ালার অনুমতি নিয়ে সংস্কারের জন্য নামেন বাপ্পা। কুয়োর নামার পরই সেখানে গ্যাস জাতীয় কিছুর প্রভাবে অচৈতন্য হয়ে পড়েন তিনি। এলাকাটি জনবহুল হওয়ায় তাঁকে তলিয়ে যেতে দেখেন কয়েকজন। তারাই কুয়োর পারে এসে চেঁচামেচি করতে থাকে। দু’একজন নামার চেষ্টা করলেও কুয়োতে নামা নিরাপদ নয় বুঝে দমকলে খবর দেন। তারই মধ্যে এক স্থানীয় রিকশাচালক জহরলাল রায় নিজেই উদ্ধার করতে নেমে পড়েন। কিন্তু তিনিও জ্ঞান হারান। এর পরে দমকল গিয়ে দুজনের অচৈতন্য দেহ উদ্ধার করে। দুজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
|
রাজ্যপাল-গুরুঙ্গ সাক্ষাৎ আজ
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
আজ, বুধবার রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দার্জিলিঙে দেখা করবেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা জিটিএ চিফ বিমল গুরুঙ্গ-সহ জিটিএ-র সাত সদস্য। জিটিএ-র কাজকর্ম, উন্নয়ন এবং নানা সমস্যার কথা রাজ্যপালকে জানানো হবে।
|
তিস্তায় ট্রাক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রংপোর কাছে মঙ্গলবার সন্ধ্যায় তিস্তায় তলিয়ে গেল একটি ট্রাক। ট্রাকটি সিকিম থেকে কালিম্পঙের দিকে আসছিল। চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। |