রাজ্য নিবার্চন কমিশনার ও জেলাশাসককের কাছে দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য পুলিশি নিরাপত্তার আবেদন করেছিলেন এলাকার কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ সভাপতি আবু হাসেম খান চৌধুরী। দলের পক্ষ লিখিত আবেদন জানানোর পরেও পুলিশি নিরাপত্তা না মেলায় মালদহের দুটি পঞ্চায়েতে ৩৭ আসনে ও পাঁচটি পঞ্চায়েত সমিতিতে একটিও প্রার্থী দেওয়া যায়নি বলে অভিযোগ জেলা কংগ্রেস সভাপতি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর।
মঙ্গলবার সকালে পুরাতন সার্কিট হাউসে পঞ্চায়েত নিবার্চনে মালদহ জেলার পর্যবেক্ষক গৌতম রায়ের সঙ্গে দেখা করে পুলিশি নিরাপত্তা না দেওয়ার জন্য জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানান আবু হাসেম খান চৌধুরী। তিনি বলেছেন, “তৃণমূলের গুন্ডাদের সন্ত্রাসে আমরা কালিয়াচকের দুইটি পঞ্চায়েতে একটিও প্রার্থী দিতে পারিনি। ৯ জুন আমার দাদা সুজাপুরে বিধায়ক আবু নাসের খান চৌধুরী রাজ্যের নিবার্চন কমিশনার চিঠি দিয়ে লিখিত জানিয়েছিলেন। কালিয়াচক ১ পঞ্চায়েতের নওদা যদুপুর, মোজমপুর, বামনগ্রাম, মোসিমপুর, জালুয়াবাথালে কুখ্যাত সমাজবিরোধীরা গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন যে মনোনয়ন জমা দিলে খুন করে দেব। ভয়ে কেউ মনোনয়ন জমা দেওয়ার সাহস পাচ্ছে না।” তাঁর অভিযোগ, “শাসকদের নেতা-মন্ত্রীরা পুলিশ দিয়ে আমাদের দলের মনোনীত প্রার্থীদের নামে মিথ্যা মামলা সাজিয়ে দিয়ে ফাঁসিয়ে হচ্ছে।”
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নারী ও সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “কংগ্রেস তো এলাকায় ঢুকতে পারছে না। তা হলে ওরা কী করে প্রার্থী দেবেন? প্রার্থী দিতে না পেরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের মিথ্যা অভিযোগ তুলে রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করবে।”
কালিয়াচকের নওদা যধুপুর ও মোজমপুরে সিপিএমও প্রার্থী দিতে পারেনি। কংগ্রেস নিবার্চন কমিশনারের কাছে অভিযোগ করেছে। সিপিএমের পক্ষ থেকে আগে কেউ অভিযোগ করেনি। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “আমরা মৌখিক ভাবে জেলাশাসককে জানিয়েছি।”
জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়ন ব্লকে জমা নেওয়া হয়েছে। প্রতিটি ব্লকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তা ছাড়া আমাকে কোনও রাজনৈতিক দলের এক জন প্রার্থীও জানাননি যে তাঁকে মনোনয়ন জমা দিতে কেউ বাধা দিচ্ছে। কিংবা ভয় দেখাচ্ছে। অভিযোগ পেলে তাকে সমস্ত রকম সহযোগিতা করা হতো।” জেলার পর্যবেক্ষকদের কাছেও রাজনৈতিক দলগুলি অভিযোগ জমা দিতে পারে বলে জেলাশাসক জানান। |