পর্যাপ্ত পরিমাণে বাস নেই। ডুয়ার্সের লোকজন গন্তব্যে যেতে বাধ্য হয়ে মালবাহী গাড়িতে চড়তে বাধ্য হচ্ছেন। ফলে, অনেক সময়েই দুর্ঘটনা ঘটছে। সোমবারও ধূপগুড়ির কাছে গাড়ি উল্টে ৪ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন জখম যাত্রী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ডুয়ার্সের বাসিন্দারা পর্যাপ্ত পরিমাণ সরকারি গাড়ি বিভিন্ন রুটে চালানোর দাবিতে সরব হয়েছেন। দ্রুত রাস্তা মেরামতি না করানো হলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না বলে মনে করছেন জন প্রতিনিধিরা। মাদারিহাটের বিধায়ক কুমারী কুজুর বলেন, “উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস অধিকাংশ জায়গাতে চালানো হয় না। যানবাহন না পেয়ে লোকজন ওই সমস্ত মালবাহী গাড়িতে বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।” ধূপগুড়ি ব্যবসায়ীদের যৌথ সংগঠন ফোসিড-এর সম্পাদক হিমাদ্রি সাহা ক্ষোভের সঙ্গে বলেন, “সন্ধ্যার পরে সে ভাবে বাস চলাচল না করায় যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। শিলিগুড়ি থেকে কোচবিহার বা অন্যান্য রুটে সরকারি বাস চালানোর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি।” |
দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি। মঙ্গলবার ফালাকাটায় তোলা নিজস্ব চিত্র। |
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান গৌতম দেব অবশ্য বলেন, “কয়েক মাস আগে ৩৫ নতুন বাস রাস্তায় নামানো হয়েছে। বিভিন্ন রুটে যাতে বাস চালানো হয় বা সন্ধ্যার পর বেশ কিছু রুটে বাস কী ভাবে চলাচল করানো যায় তা নিয়ে নিগমের কর্তাদের সঙ্গে আলোচনায় বসব।” মন্ত্রীর অভিযোগ, রাস্তা মেরামতির জন্য চাহিদা মত কেন্দ্র টাকা বরাদ্দ না করায় বহু রাস্তা মেরামতি করা সম্ভব হচ্ছে না। বাসিন্দারা জানান, ধূপগুড়ি থেকে ফালাকাটা বা ফালাকাটা থেকে মাদারিহাটে যাতায়াতের জন্য সরকারি গাড়ি চলাচল করে না। ওই দুই রুট ছাড়াও ধূপগুড়ি বানারহাট এলাকার বহু এলাকার বিভিন্ন রুটে দুয়েকটি সরকারি বাস চলাচল করে। বেসরকারি বাসের সংখ্যা প্রয়োজনের চেয়ে কম। মালবাহী গাড়ির ছাদে চেপে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কররার দৃশ্য নিয়মনিত চোখে পড়ে। পুলিশ-প্রশাসন মালবাহী গাড়িতে যাত্রী তোলা বন্ধ করতে উদ্যোগী নয় বলে অভিযোগ। যদিও ট্রাক, ট্রাক্টর চালকদের অনেকেরই যুক্তি, এলাকার বাসিন্দারা নানা জরুরি কাজের কথা বলে জবরদস্তি গাড়িতে ওঠেন। জলপাইগুড়ির মহকুমাশাসক সাগর চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, “মহকুমা প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতন হওয়া দরকার।” |