চার দশক পরে জয়ের মুখে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব
ঘটন কিছু না হলে অন্তত ৪০ বছর বাদে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সুপার ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হতে চলেছে শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব। ক্লাবের সচিব, ফুটবল সচিব নথি ঘেঁটে জানান তাঁদের হিসাব ঠিক হলে এটাই সত্যি।
লিগের বর্তমান যা পরিস্থিতি তাতে ৮টি ম্যাচ খেলে বাঘাযতীন ক্লাবের সংগ্রহ ১৮ পয়েন্ট। তাদের আর কোনও ম্যাচ বাকি নেই। অন্য দিকে, পয়েন্টের দিক থেকে তাদের কাছাকাছি রয়েছে জিটিএস এবং এসএসবি দল। এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে তাদের উভয়েরই সংগ্রহ ১৫ পয়েন্ট করে। উভয় দলই আরও ১টি করে ম্যাচ খেলবে। তাতে জিতলে পয়েন্টের দিক থেকে তারা বাঘা যতীন ক্লাবের সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার সিংহভাগ সম্ভাবনা বাঘা যতীন ক্লাবেরই। কারণ এখন পর্যন্ত ৮ টি ম্যাচে বাঘাযতীন ক্লাব গোল দিয়েছে ২৯ টি। ৭ টি করে ম্যাচ খেলে জিটিএস গোল করে ৮টি ও এসএসবি ১১টি।
তাই শেষ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট করে সংগ্রহ করতে পারলেও গোল পার্থক্যে এগিয়ে যেতে জিটিএস-কে ওই ম্যাচে ২২টি এবং এসএসবিকে ১৯টি গোল দিতে হবে। যা অসম্ভব না হলেও অস্বাভাবিক বলেই মনে করছে স্থানীয় ফুটবল মহল। বড় কোনও অঘটন না ঘটলে বাঘা যতীন ক্লাবের চ্যাম্পিয়ন হওয়া তাই শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন তাঁরা। মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ বলেন, “ফুটবলে অঘটন ঘটতেই পারে। তা না হলে বাঘাযতীন ক্লাবই এ বার শেষ হাসি হাসছে।”
বাঘাযতীন ক্লাবের সদস্যদের মধ্যে তাই খুশির হাওয়া। ক্লাবের ফুটবল সচিব সৌভিক বসু বলেন, “খোঁজ নিয়ে দেখছি শেষ ১৯৭৩ সালে বাঘা যতীন ক্লাব সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছিল। তার পর এ বার হতে চলেছি। চ্যাম্পিয়ন ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।” শহরের পুরনো ক্লাবগুলির মধ্যে বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাব অন্যতম। এ বছর ক্লাবের সুবর্ণজয়ন্তী পালন হচ্ছে। তার মধ্যে এত বছর বাদে লিগ চ্যাম্পিয়ন হওয়ার খেতাব ফিরে পেতে চলায় সকলেই উৎসাহী হয়ে রয়েছেন। ক্লাবের সচিব শিবনাথ গঙ্গোপাধ্যায় বলেন, “লিগের শেষে ঘোষণার অপেক্ষায় রয়েছি। তার পরেই ঘটা করে বিজয় উৎসব পালনে নামব।”
সুপার ডিভিশনে এ বছর ৯টি দল যোগ দিয়েছে। তার মধ্যে রয়েছে নেতাজি সুভাষ স্পোর্টিং, ভিএনসি, মহানন্দা স্পোর্টিং ক্লাব, শিলিগুড়ি উল্কা ক্লাব, দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন, শিলিগুড়ি সাই। মহানন্দা, ভিএনসি, জিটিএস-সহ অনেক ক্লাবই ভাল দল তৈরি করতে কলকাতা থেকে বাপন বেরা, তন্ময় কুণ্ডু, রাম মল্লিকের মতো ফুটবলার এনেছে কয়েক লক্ষ টাকা খরচ করে। তার মধ্যে কলকাতার ফুটবলার ছাড়াই দল গড়ে কী করে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে গেল বাঘা যতীন ক্লাব। ক্লাবেরই একটি সূত্র জানিয়েছে, স্থানীয় কদমতলা বিএসএফ দলের ফুটবলারদের নিয়ে এ বছর দল গড়েছে বাঘাযতীন ক্লাব। এসএসবি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অনুমদিত হওয়ায় তারা সরাসরি লিগে অংশ নেয়। কিন্তু বিএসএফ দল অনুমদিত নয় বলে অংশ নিতে পারে না। অথচ তাদের ভাল ফুটবলার রয়েছে। সেই সুযোগটাকেই বুদ্ধি করে কাজে লাগিয়েছে বাঘা যতীন ক্লাব।
লিগের তিনটি ম্যাচ এখনও বাকি রয়েছে। আজ, বুধবার এসএসবি দল মুখোমুখি হচ্ছে মহানন্দা ক্লাবের। ৭ টি করে ম্যাচ খেলে মহানন্দা স্পোর্টিং ক্লাব এবং শিলিগুড়ি সাইয়ের সংগ্রহ ১০ পয়েন্ট করে। বৃহস্পতিবার সাই খেলবে উল্কার সঙ্গে। উল্কার এখন পর্যন্ত সংগ্রহ ৯ পয়েন্ট। ১৪ জুন শেষ ম্যাচ জিটিএস এবং দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নের। দেশবন্ধুর সংগ্রহ হয়েছে ৬ পয়েন্ট। বাকিরা আরও পিছনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.