নববধূর মনোনয়ন পেশ
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
বিয়ের দু’দিনের মাথায় মনোনয়নপত্র জমা দিলেন নববধূ। দিনহাটা বামনহাট ২ গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকার গ্রাম পঞ্চায়েতের মহিলা সংরক্ষিত আসনে মঙ্গলবার মনোনয়ন জমা দেন নববধূ সান্ত্বনা বর্মন। ফরওয়ার্ড ব্লকের টিকিটে গত পঞ্চায়েতে ওই আসনে জিতেছিলেন তার স্বামী ধীরেন বর্মন। এ বার মহিলার জন্য আসনটি সংরক্ষিত হওয়ায় স্ত্রী সান্ত্বনাকে টিকিট দিয়েছে ফরওয়ার্ড ব্লক। এদিন দিনহাটা ২ বিডিও অফিসে স্বামী-সহ দলের কর্মী সমর্থকদের সঙ্গে মনোনয়ন জমা দিতে আসেন তিনি। ধীরেনবাবু ওই আসনে প্রার্থী হতে পারবেন না জানার পরেই এলাকার বাসিন্দারা তাঁর বিয়ের দাবি তোলেন। বাসিন্দাদের চাপে রবিবার রাতে একই গ্রামের বাসিন্দা ফরওয়ার্ড ব্লকের সমর্থক নরেশ বর্মনের মেয়ে সান্ত্বনাকে রেজিস্ট্রি করে বিয়ে করেন ধীরেনবাবু। নবদম্পতি এ দিন একসঙ্গে প্রচার করার পরে সাহেবগঞ্জে দিনহাটা ২ বিডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ধীরেনবাবু বলেন, “জনতার দাবিতে বিয়ে করেছি। জনতার দাবিতে স্ত্রীকে প্রার্থী করতে রাজি হই। জনতার আর্শীবাদে জয়ও আসবে।
|
চুয়াত্তরটি বাস বেচবে নিগম
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
চলাচলের অযোগ্য হয়ে পড়া নিগমের ৭৪ টি বাস বিক্রির পরিকল্পনা নিয়েছে এনবিএসটিসি। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ডিপোয় পড়ে থাকা বাসগুলির বেশিরভাগ ২০ বছর বা তার বেশি দিনের পুরানো। মেরামত করে সেগুলিকে রাস্তায় নামানোর কথা প্রাথমিক ভাবে ভাবা হলেও পরীক্ষা নিরীক্ষার পর তা সম্ভব নয় বলে নিশ্চিত হন নিগম কর্তারায়। তারপরেই বাসগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। জুন মাসের শুরুতে নিগমের চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে অনুষ্ঠিত নিগমের পরিচালন বোর্ডের বৈঠকে বাসগুলিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এনবিএসটিসির ম্যানেজিং ডাইরেক্টর জয়দেব ঠাকুর বলেন, “নিয়মমেনেই ৭৪ টি বাতিল বাস বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে।” নিগমের পরিচালন বোর্ডের সদস্য আবদুল জলিল আহমেদ বলেন, “নিয়ম মেনে নূন্যতম দাম ঠিক করার পর ই-টেন্ডার ডাকা হবে।”
|
ডুবে মৃত চার, গ্রেফতার নেই
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
মা-সহ তিন সন্তানের মৃ্ত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টা পরেও কেউ গ্রেফতার হয়নি। সোমবার রাতে মৃতা শাহানারা বেগমের বাবা মহম্মদ হাফিজুদ্দিন মৃতার স্বামী-সহ সাত জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে সব পরিস্কার হবে।”
|
প্রাক্তন বামনেত্রী প্রার্থী তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
জেলা পরিষদ আসনে তৃণমূল প্রার্থী হলেন কোচবিহার জেলা পরিষদের প্রাক্তন সিপিএমের সভাধিপতি চৈতি বর্মন। মঙ্গলবার জেলা পরিষদের ২৮ নম্বর আসনের জন্য তিনি মনোনয়ন জমা দেন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।
|
বালুরঘাটের ৮ নম্বর আসনটি এই বার সাধারণ মহিলার জন্য সংরক্ষিত। ওই আসনে তৃণমূলের দু’জন প্রার্থী মনোনয়ন পেশ করে। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েতের কংগ্রেসের বিদায়ী প্রধান লগিন দাসের স্ত্রী মনোরমা সোমবার মনোনয়ন পেশ করেন। মঙ্গলবার ওই আসনে তৃণমূলের তরফে ফের পূর্ণিমা রবিদাস মনোনয়নপত্র পেশ করেন।
|
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১টি বাদে সবগুলি আসনে মঙ্গলবার তৃণমূল মনোনয়ন পেশ করল। তবে বংশীহারী ১৭ নম্বর জেলা পরিষদ আসনের মনোনীত তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদে একমাত্র বিদায়ী তৃণমূল সদস্য অখিল বর্মন তা দেননি। দল সূত্রে খবর, “কুসংস্কারের জন্য তিনি আজ বুধবার মনোনয়নপত্র জমা দেবেন।”
|
প্রার্থীর মনোনয়ন পেশের সঙ্গী ১৬ জন বাম কর্মী-সমর্থক সড়ক দুর্ঘটনায় জখম হন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি থানার খাগড়াকুঁড়ি এলাকার মহিপাল সড়কে। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাম কর্মীরা এক গাড়িতে রওনা হন। রাজ্য সড়কে এক বাসের সঙ্গে ধাক্কা লাগে। |