উত্তরবঙ্গ |
এক কোটি তুলে
প্রতারণার নালিশ,
ধৃত ম্যানেজার |
নিজস্ব প্রতিবেদন: বেসরকারি লগ্নি সংস্থা খুলে প্রায় এক কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগে এক ম্যানেজারকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃত ব্রাঞ্চ ম্যানেজারের নাম পিঙ্কি সাহা রায়। বাড়ি কামাখ্যাগুড়ি এলাকায়এক সময় সিপিএমের যুব সংগঠনের নেতৃত্বে ছিলেন। ওই সংস্থার প্রধান কার্যালয় মালদহে। |
|
অনুপরতন মোহান্ত, বালুরঘাট: পরীক্ষার পরে এক বছর কেটে গেলেও প্রথম বর্ষের ফল প্রকাশ হয়নি বালুরঘাট কলেজে। অথচ নতুন করে দ্বিতীয় বর্ষের পরীক্ষার সূচি প্রকাশ করায় চরম বিপাকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা। দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অন্তত এক হাজার ছাত্রছাত্রীর বিগত প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল অসম্পূর্ণ। চলতি শিক্ষা বর্ষে তাদের পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। |
এক বছরেও ফল
মেলেনি পরীক্ষার |
|
প্রাক্তন সিপিএম নেত্রীর
ঝুলন্ত দেহ ঘিরে রহস্য |
গ্রন্থাগারের বই
কিনতে ৮০ লক্ষ |
|
মাথা মুড়িয়ে
জুতোর
মালায়
ঘোরানো হল গ্রামে |
কিশোরের দেহ
উদ্ধার,
সন্দেহভাজন
ছ’জনকে খুঁজছে পুলিশ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ও দার্জিলিং: জিটিএ-র প্রধান বিমল গুরুঙ্গের আমন্ত্রণে এ বার দার্জিলিং সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে শৈলশহরে।
সরকারি সূত্রের খবর, ১৩ মে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের দাজির্লিংয়ে গিয়ে জিটিএ-র সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সব ঠিক থাকলে, তার পরের দিন ১৪ মে দুপুরের বিমানে বাগডোগরা পৌঁছে রাতেই দার্জিলিঙে যাবেন মুখ্যমন্ত্রী। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: সারদা গোষ্ঠী-সহ অন্য লগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত করতে এক ইন্সপেক্টরের নেতৃত্বে বিশেষ দল গঠন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। আজ, শনিবার থেকে ওই দল তদন্তের দায়িত্বভার নেবে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত শিলিগুড়ি থানা ও ভক্তিনগর থানায় সংস্থাগুলির বিরুদ্ধে ছ’টি মামলা দায়ের হয়েছে। |
লগ্নি সংস্থার বিরুদ্ধে
তদন্তে বিশেষ দল |
|
মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক পুরসভায় |
টুকরো খবর |
|
সংস্কৃতি যেখানে যেমন |
|
চিত্র সংবাদ |
|
|