সারদা কাণ্ডের তদন্তের জন্য গঠিত শ্যামল সেন কমিশনের দফতর হচ্ছে শিলিগুড়িতে। তবে জিটিএ এলাকার আমানতকারীদের জন্য পৃথক অভিযোগ গ্রহণ কেন্দ্র চায় মোর্চা। শিলিগুড়ির উপকণ্ঠে মাটিগাড়ায় উত্তরায়ণ উপনগরীর পাশে হিমাঞ্চল বিহারে এসজেডিএ-এর তৈরি অব্যবহৃত মার্কেট কমপ্লেক্সের দোতলায় সেন কমিশনের শাখা অফিস তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্বরাষ্ট্র দফতর থেকে জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায় ওই অফিস তৈরির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সেখানে তৈরি পরিকাঠামো মেলেনি। সরকারি কর্তারা তখন জানতে পারেন, এসজেডিএ-এর তৈরি হিমাঞ্চল বিহার উপনগরীতে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি হয়ে পড়ে রয়েছে। তারপরে সেখানেই সেন কমিটির অফিস তৈরির জন্য সবুজ সঙ্কেত দেয় রাজ্য সরকার। যে হেতু ওই অফিসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আমানতকারী, এজেন্টদের ভিড় উপচে পড়ার সম্ভাবনা রয়েছে, সে জন্য সেখানে পর্যাপ্ত শৌচাগার, পানীয় জল, চা-জলখাবারের দোকান যাতে থাকে তার ব্যবস্থাও করা হচ্ছে।
|
সর্বজিতের মৃত্যুর প্রতিবাদে মিছিল |
সর্বজিৎ সিংহের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি নিয়ে শোক মিছিল করল শিলিগুড়ি শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতি। শুক্রবার বিকাল ৫টায় সমিতির সদস্যরা মার্কেট থেকে শোক মিছিল শুরু করেন। হিলকার্ট রোড, বিধান মার্কেট হয়ে শেঠ শ্রীলাল মার্কেটে শেষ হয়। এ দিন, রাষ্ট্রীয় শিবসেনার পক্ষ থেকেও ওই ঘটনার প্রতিবাদে বিধান রোডে বিক্ষোভ দেখানো হয়।
|
জমিহারাদের পুনর্বাসন-সহ একাধিক দাবিতে শিলিগুড়ি-জলপাইগুড়ির নির্বাহী বাস্তুকারকে স্মারকলিপি দিল কাওয়াখালি পোড়াঝাড় ভূমিরক্ষা কমিটি। শুক্রবার ওই স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা এসজেডিএ’র চেয়ারম্যান গৌতম দেব ২০১৩ সালের মে মাসের মধ্যে পুনর্বাসনের আশ্বাস দিলেও তা মানা হচ্ছে না। |