|
|
|
|
অভিযুক্তকে গুলি করে খুন |
কিশোরের দেহ উদ্ধার, সন্দেহভাজন ছ’জনকে খুঁজছে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
একাধিক মামলায় অভিযুক্ত এক কিশোরকে গুলি করে খুন করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ রায়গঞ্জ থানার বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালীবাড়ির সামনে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ওই কিশোরের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের নাম সহদেব বিশ্বাস (১৭)। তার বাড়ি বন্দর দুধপট্টি এলাকায়। স্টেশনারি দোকান রয়েছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “নিহতের নাম্ খুনের চেষ্টা ও বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ ছিল। বৃহস্পতিবার নিহতের দুই বন্ধুর সঙ্গে স্থানীয় কয়েকজন কিশোরের গোলমাল হয়। সম্ভবত সেই গোলমাল মেটাতে গিয়েই ওই কিশোর খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।” রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক জানান, এই ঘটনায় ছয় যুবকের খোঁজে তল্লাশি চলছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিন ভাইয়ের মধ্যে সহদেব ছোট। বাবা গৌতমবাবু হাটে ব্যবসা করেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন। পারিবারিক বিবাদে জানুয়ারি মাসে সহদেব ও তার দাদা মহাদেবের বিরুদ্ধে এক আত্মীয়কে গুলিতে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার কিছুদিন পর সহদেবকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে দাদা মহাদেব বর্তমানে জেলে। সহদেব নাবালক হওয়ায় এক মাস আগে জুভেনাইল জাস্টিস বোর্ড সহদেবের জামিন মঞ্জুর করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই দিন সহদেবের দুই বন্ধুর সঙ্গে কয়েকজন যুবকের মদ খাওয়া নিয়ে গণ্ডগোল হয়। সহদেব গালমাল মেটানোর জন্য ওই দুই বন্ধুকে নিয়ে বাইকে চেপে বিদ্রোহীমোড় এলাকায় গিয়েছিল। সে সময় দুষ্কৃতীরা গুলি চালায়। সহদেবের কপালে গুলি লাগে। দুষ্কৃতীরা বাইকে চেপে পালিয়ে যায়। নিহতের দুই বন্ধুকে জেরা করা হচ্ছে। নিহতের দাদা জয়দেববাবু বলেন, “ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা ছিল ঠিকই। কিন্তু বাবা অসুস্থ থাকায় ও দোকান নিয়েই ব্যস্ত থাকত। দুই বন্ধুর সঙ্গে রাতে বার হয়েছিল। বিনা দোষে ওকে খুন হতে হয়েছে।” |
|
|
|
|
|