আম গাছ বিক্রি করার টাকার ভাগ নিয়ে গোলমালে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাই এবং তাঁর স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে মালদহ থানার জলঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মফিজুদ্দিন শেখ (৩৬)। ধৃতদের নাম সফিকুল শেখ এবং জুনিয়ারা বিবি। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় এ দিন বলেন, “আমগাছ বিক্রির টাকার ভাগ নিয়ে গোলমালের জেরে খুন হয়েছে বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।” পুলিশ সূত্রে জানা যায়, মফিজুদ্দিন শেখ ও সরিফুদ্দিন শেখরা চার ভাই, চার বোন। তাঁদের বাড়িতে চার টি আমগাছ রয়েছে। বাবা’র শেষ ইচ্ছা অনুসারে বড় ছেলে মফিজুদ্দিন গাছ বিক্রির টাকায় বোন জামাইদের ৩০০ টাকা’র একটি চাদর কিনে দেন। এই নিয়েই ধৃতদের সঙ্গে তাঁর গোলমাল হয়। নিহতকে হাঁসুয়ার কোপ মারা হয়। রাতে মেডিক্যাল কলেজে ভর্তি করানোর পর শুক্রবার সকালে সেখানেই তিনি মারা যান।
|
তাপপ্রবাহের জেরে আজ, শনিবার থেকে জেলার প্রাথমিক স্কুল এবং শিশুশিক্ষা কেন্দ্র সকাল সাড়ে ৬টা’য় শুরুর নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় গরমে পড়ুয়াদের দুপুরে স্কুলে যেতে দুর্ভোগ পড়তে হচ্ছে। প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান বাচ্চু হাঁসদা বলেন, “প্রচণ্ড গরমের কারণে ৪ মে থেকে ২২ মে পর্যন্ত জেলার সব প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রের পঠনপাঠন ভোরে শুরু হবে। এত দিন পর্যন্ত বেলা ১১টা থেকে এই স্কুলগুলি শুরু হত। আগামী ২৪ মে থেকে জেলার স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে।” |