বেসরকারি লগ্নি সংস্থা খুলে প্রায় এক কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগে এক ম্যানেজারকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃত ব্রাঞ্চ ম্যানেজারের নাম পিঙ্কি সাহা রায়। বাড়ি কামাখ্যাগুড়ি এলাকায়এক সময় সিপিএমের যুব সংগঠনের নেতৃত্বে ছিলেন। ওই সংস্থার প্রধান কার্যালয় মালদহে। কামাখ্যাগুড়ি এলাকার এক ব্যবসায়ী সুপ্রিয় আইচ অভিযোগ করেন, সাড়ে চার বছরে দ্বিগুণ হবে এমন আশ্বাস দিয়েছিলেন পিঙ্কিদেবী।” আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, আমানতকারিদের লিখিত অভিযোগ পেয়ে পিঙ্কি সাহা রায় নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
সারদা গোষ্ঠীর ভরাডুবির মাস দুয়েক আগেই উত্তরবঙ্গে এসে এজেন্ট এবং স্থানীয় একাংশ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। সেই বৈঠকে কোচবিহারে একটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান সুদীপ্তবাবু। স্থানীয় কিছু ব্যবসায়ীর সঙ্গে যৌথ উদ্যোগে হাসপাতাল তৈরির আলোচনা চলছিল কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। সেক্ষেত্রে উত্তরবঙ্গের কোন ব্যবসায়ীরা সারদা গোষ্ঠীর সঙ্গে যৌথ লগ্নিতে আগ্রহী হয়েছিলেন সে নিয়েও খোঁজখবর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুদীপ্ত সেন শিলিগুড়িতে এসেছিলেন বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গোষ্ঠীর প্রথম সারির এজেন্টদের শিলিগুড়িতে ডেকে পাঠান হয়। সেই বৈঠকে এজেন্টদের গ্রিন কার্ড দেওয়ার কথা জানান সুদীপ্তবাবু। এই কার্ড এজেন্টদের সচিত্র পরিচয়পত্র হিসেবে কাজ করবে বলে জানিয়ে সুদীপ্তবাবু জানিয়েছিলেন, কার্ডের একটি প্রতিলিপি স্থানীয় থানায় জমা থাকবে। এর ফলে এজেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে বলে আশ্বস্ত করেছিলেন সুদীপ্তবাবু।
গত বছর শেষের দিকে জলপাইগুড়িতে এসেছিলেন সুদীপ্তবাবু। শহরের আর্ট গ্যালারিতে সভা করেছিলেন তিনি। সন্ধ্যে বেলায় বৈঠক শেষ করে ডুয়ার্স হয়ে তিনি কোচবিহারে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সে সময়ে ডুয়ার্সে তিনি কিছু ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। তবে সংস্থা সূত্রে জানা গিয়েছে ব্যবসা বিস্তারের ক্ষেত্রে কোচবিহার জেলাকেই লক্ষ্য বেছে নিয়েছিলেন সুদীপ্তবাবু। কোচবিহার থেকে বেশি করে লগ্নি তোলার জন্য হাসপাতাল তৈরি করে আমানতকারীদের নজর টানতে চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে কোচবিহারের সারদা গোষ্ঠীর প্রতিটি অফিসে একটি করে আ্যম্বুলেন্স থাকবে বলে তিনি জানিয়েছিলেন। কোচবিহারে ৮টি আ্যম্বুল্যান্স কেনার নির্দেশও তিনি আঞ্চলিক দফতরকে দিয়েছিলেন। তবে সংস্থার আমানতে টান পড়ায় সেগুলি কেনা সম্ভব হয়নি।
এ দিকে, সুরাহা মাইক্রোফাইনান্স সংস্থার কর্তারা শিলিগুড়ির আঞ্চলিক অফিসের আওতায় থাকা এলাকা থেকে অন্তত ৫০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন বলে অভিযোগ তুললেন সংস্থার এজেন্টরা। শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা সংস্থার ম্যানেজিং ডিরেক্টার দিলীপরঞ্জন নাথের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তাঁরা। তিনি জানান, উত্তরবঙ্গের প্রায় ১ লক্ষ এজেন্ট সমস্যায় পড়েছেন। ১০ মে থেকে শিলিগুড়ির মাটিগাড়ার হিমাঞ্চল বিহারে শ্যামল সেনের কমিশনের কার্যালয়ে অবশ্য তারা তাদের কাগজ পত্র নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন। এজেন্টদের দাবি, শিলিগুড়ি জোনের অধীনে কোচবিহার ও মালদা ছাড়া বাকি তিনটি জেলার মোট ১৫ টি শাখায় মিলিত মাসিক ব্যবসার পরিমাণ প্রায় ৩ কোটি টাকা। ২০১২-র জুন থেকে এ পর্যন্ত শিলিগুড়ি জোনের ১৫টি শাখায় আমানতকারীদের বকেয়া প্রায় ৬০ কোটি টাকা। |