|
|
বস্টনের সড়ক ধরে ফিরল সন্ত্রাস, হত ৩ |
 |
নিজস্ব প্রতিবেদন: ঘড়িতে তখন দুপুর তিনটে বাজতে দশ মিনিট বাকি। বস্টন ম্যারাথনের আসর জমজমাট।
৭৪টি দেশ থেকে আসা ২৩ হাজার প্রতিযোগীর অর্ধেকের বেশিই তত ক্ষণে ছুঁয়ে ফেলেছেন ফিনিশিং লাইন। পিছিয়ে পড়েছিলেন যাঁরা, তাঁরা তখনও ছুটছেন। হঠাৎ কান ফাটানো আওয়াজ। দৌড়তে থাকা পা-গুলো শরীর থেকে ছিঁড়ে পাক খেতে খেতে লাফিয়ে উঠল আকাশে।
কোথা থেকে কী হল? |
|
বাবাকে জড়িয়ে ধরবে বলে দাঁড়িয়ে ছিল মার্টিন |
 নিজস্ব প্রতিবেদন: দিনের আলো ফুটতে না ফুটতেই ছিমছাম দোতলা বাড়িটার সিঁড়ির ধাপে কারা যেন রেখে গিয়েছে ফুলের তোড়া। পাথুরে রাস্তা গিয়ে উঠেছে ওই সিঁড়িতে। রাস্তাটার ওপর চকখড়ি দিয়ে লেখা ‘পিস’ (PEACE)। গত রাতেই ফিরেছেন ওই বাড়ির বাসিন্দা বিল রিচার্ড। প্রতিবেশীরা বলছিলেন, দীর্ঘ, ছিপছিপে চেহারার বিলকে হেঁটে আসতে দেখে তাঁদের মনে হচ্ছিল, যেন একটা জীবন্ত লাশ হেঁটে আসছে। পরনে হাসপাতালের রোগীদের পোশাক। যান্ত্রিক পদক্ষেপ, শূন্য দৃষ্টি। |
|
আতঙ্ক কাটিয়ে রবিবারই হবে লন্ডন ম্যারাথন
|
শ্রাবণী বসু, লন্ডন: আর মাত্র ৬ দিন। তার পরেই অনুষ্ঠিত হতে চলেছে পৃথিবীর সব চেয়ে বড় ম্যারাথন লন্ডন ম্যারাথন। ৩৩-তম এই ম্যারাথনে প্রতিযোগীর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এঁদের মধ্যে বহু আন্তর্জাতিক অ্যাথলিটও থাকবেন। অন্তত ৫ লক্ষ দর্শক উপস্থিত থাকার কথা। অথচ ঠিক তার আগেই সোমবার বস্টন ম্যারাথনে বিস্ফোরণের ঘটনায় অনেকেই আতঙ্কিত। |
 |
|
বিস্ফোরণের টুকরো খবর |
|
|
|
|
|

মাদক
পাওয়া গেল না
বিজেন্দ্রর নমুনায় |
|
|
|
টুকরো খবর |
|
|