নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
|
বিজেন্দ্র সিংহের ডোপ পরীক্ষায় মাদক দ্রব্য পাওয়া গেল না।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশে নাডা অলিম্পিক ব্রোঞ্জজয়ী বক্সারের মুত্র ও রক্তের যে নমুনা পরীক্ষা করেছিল তাতে নিষিদ্ধ কোনও মাদক দ্রব্যের (হেরোইন) চিহ্ন পায়নি নাডা। মঙ্গলবার ক্রীড়া মন্ত্রক এই খবর জানিয়েছে।এত দিন পঞ্জাব পুলিশ বিজেন্দ্রর উপর হেরোইন সেবনের যে অভিযোগ তুলেছিল, সেই চাপ থেকে মুক্ত হলেন বিজেন্দ্র সিংহ। ফোনে ধরা হলে আনন্দবাজারকে বিজেন্দ্র সিংহ বললেন “পঞ্জাব পুলিশ অযথা আমাকে এই মামলায় ফাঁসাবার চেষ্টা করেছিল। অন্য বক্সারদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনারও চেষ্টা করেছিল। কিন্তু সেই সব অভিযোগ নাডার এই ডোপ টেস্টে খারিজ হয়ে গেল। আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল তা এই ডোপ টেস্টেই প্রমাণিত হল।” এই অভিযোগ থেকে মুক্তি পেয়ে তাঁর কেমন লাগছে জানতে চাওয়া হলে বিজেন্দ্র সিংহ বললেন “অনেক দিন আমি ভাল করে ঘুমোতেই পারিনি। একটা পাহাড়প্রমাণ ভার আমার কাঁধে ছিল। আপাতত ভাল ভাবে একটু ঘুমোতে চাই।”
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে আরও জানানো হয়েছে যে, “বক্সারদের ডোপ টেস্টে শুধু হেরোইনই নয়, কোনও রকম মাদক দ্রব্যেরই সন্ধান মেলেনি বলে জানিয়েছে নাডা।” মাদক কাণ্ডে জড়িয়ে যাওয়ার পর প্রথম থেকেই বিজেন্দ্র সিংহ নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। বিজেন্দ্র কিছুতেই রাজি না হওয়ায় পঞ্জাব পুলিশ অনেক চেষ্টা করেও এত দিন বিজেন্দ্রর ডোপ পরীক্ষা করতে পারেনি। তাদের অভিযোগ ছিল, এনআরআই অনুপ সিংহ কাহলনের কাছ থেকে কিনে অন্তত ১২ বার বিজেন্দ্র ও তাঁর পরম বন্ধু রাম সিংহ হেরোইন সেবন করেছেন। রাম সিংহ জেরার মুখে পঞ্জাব পুলিশকে এমনটাই জানিয়েছিলেন। পরে ক্রীড়া মন্ত্রকের চাপে বিজেন্দ্র-সহ আরও চার বক্সারেরও ডোপ টেস্ট করেছিল নাডা। তাঁদের পরীক্ষাতেও কোনও মাদক পাওয়া যায়নি বলে মঙ্গলবার জানানো হয়েছে।
|