নিজস্ব সংবাদদাতা • কলকাতা
|
আই লিগের সর্বোচ্চ গোলদাতা র্যান্টি মার্টিন্স পুরনো ক্লাবেই থেকে যাচ্ছেন। বেলো রজ্জাকের গায়েও সামনের মরসুমে থাকছে প্রয়াগ ইউনাইটেডের জার্সি। কিন্তু ‘ফ্রি কিক মাস্টার’ কার্লোস হার্নান্ডেজ কি করবেন? প্রয়াগ কর্তারা পুরো ব্যাপারটি ছেড়ে দিয়েছেন ভারতে আই লিগে খেলা একমাত্র বিশ্বকাপারের হাতেই।
বর্তমান মরসুমে কার্লোসকে নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি প্রয়াগ কর্তাদের। মাঝে বাবার মৃত্যুর পর দেশে গিয়েও আসতে চাইছিলেন না কোস্তারিকার এই বিশ্বকাপার। একটা সময় শৃঙ্খলাভঙ্গের জন্য তাকে সাসপেন্ড করা হবে ঠিক করে ফেলেছিলেন কর্তারা। কিন্তু পরবর্তী কালে কালোর্সের পারফরম্যান্স দেখে ফের তাকে নতুন মরসুমে রাখতে আগ্রহী প্রয়াগ। কার্লোসকে সিদ্ধান্ত নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন ক্লাব কর্তারা। কার্লোস তাঁর দেশের জাতীয় কোচকে মেল করে জানতে চেয়েছেন ভবিষ্যতে কোস্তারিকার দলে তিনি সুযোগ পাবেন কি না? সেই উত্তর বুধবার রাত পর্যন্ত আসেনি। প্রয়াগ কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “কার্লোসকে রাখতে চাই। ও থাকবে কি না সেটা এক সপ্তাহের মধ্যে জানাতে বলেছি। ও যদি না থাকতে চায় তা হলে নতুন ফুটবলার খুঁজতে হবে।”
কেন ভিনসেন্টকে নিয়ে সিদ্ধান্ত না হলেও, লালকমল-আসিফ-রফিক-সহ প্রায় পুরো দলই রেখে দিতে চাইছে প্রয়াগ। তবে সুব্রত পালকে আর রাখতে আগ্রহী নয় প্রয়াগ। আশি লাখের এই গোলকিপারের সঙ্গে এক বছরের চুক্তি ছিল ক্লাবের। জাতীয় দলের গোলকিপার সুব্রতকে তাই অন্য দলে দেখা যাবে পরের মরসুমে। তবে গৌরমাঙ্গী সিংহের সঙ্গে দু’বছরের চুক্তি আছে প্রয়াগের।
নতুন মরসুমের দল গঠন নিয়ে ইস্টবেঙ্গলও নেমে পড়েছে। পুণে এফ সি-র স্ট্রাইকার সুদানের জেমস মোগার জন্য ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। আই লিগের ২০ ম্যাচে ১১ গোল করা মোগার এজেন্টের সঙ্গে সার্বিয়ায় ফোনে ও মেলে কথা বলেছেন লাল-হলুদ কর্তারা। মোগা নিজে অবশ্য পুণে থেকে ফোনে এ দিন বললেন, “কলকাতার দু’টো ক্লাবের প্রস্তাব আছে। তবে ইস্টবেঙ্গলের প্রস্তাব ভাল। ওদের সঙ্গে আমার এজেন্টের কথা চলছে। আমি কলকাতায় খেলতে আগ্রহী। ব্যাপরটা নির্ভর করছে টাকা-পয়সার উপর। সেটা দু’একদিন্যেই হয়তো ঠিক হবে। তবে আমি যা করব আই লিগ শেষ হওয়ার পর করব।”
জেমস মোগাকে পেলে হয়তো পেন ওরজিকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল। নতুন মরসুমের জন্য চিডি এবং উগা ওপারার সঙ্গে ইস্টবেঙ্গলের পাকা কথা হয়ে গিয়েছে বলে লাল-হলুদ সূত্রের খবর। ট্রেভর মর্গ্যানের পছন্দের ফুটবলার ইসফাক আমেদকে আর রাখা হবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লাল-হলুদ কর্তারা। ইসফাককেও সেটা জানিয়ে দেওয়া হয়েছে। নতুন দলের খোঁজ করছেন এই মিডিও। ডেম্পোর লেস্টার ফার্নান্ডেজ এবং জোয়াকিম আব্রাঞ্চেজের সঙ্গে কথা চলছে ইস্টবেঙ্গলের। তবে এ এফ সি কাপ, আই লিগ এবং কলকাতা লিগের ম্যাচ বাকি থাকায় দলবদল নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ইস্টবেঙ্গল কর্তারা। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “অনেকের সঙ্গেই কথা চলছে। তবে চূড়ান্ত কিছু হয়নি।” এ দিকে ডেম্পোর দেবব্রত রায়কে চাইছে মোহনবাগান। শুভাশিস রায় চৌধুরীকে নিতে আগ্রহী প্রয়াগ। ডেম্পোর কোচ বদল হচ্ছে। আর্মান্দো কোলাসো দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, পৈলান অ্যারোজের কোচ আর্থার পাপাসের সঙ্গে কথা চলছে ডেম্পোর। চুক্তি হতে পারে দু’একদিনের মধ্যেই। |