দিল্লি-বেঙ্গালুরু ম্যাচ চলছে মঙ্গলবার। বোলার মর্নি মর্কেল। হঠাৎ করে টিভি-তে ভেসে উঠল, মর্কেলের বলের গতি ঘণ্টায় ১৭৩.৯ কিলোমিটার। অর্থাৎ ১০৮ মাইলেরও বেশি! যা দেখে সাড়া পড়ে যায় সোশ্যাল সাইটগুলোয়। ডেল স্টেইন সঙ্গে সঙ্গে টুইট করেন, “মর্নি মর্কেল ১৭৩.৯ কিলোমিটার গতিতে বল করেছে? হাহা। ওর বলে জোর আছে। তবে ওই বলটা সত্যিই জোরে হয়েছে!!” এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বল হল শোয়েব আখতারের ২০০৩ বিশ্বকাপে করা ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার ডেলিভারি। স্টেইনের এই টুইটের পর নানা আলোচনা শুরু হয়ে যায় ইন্টারনেটে। টুইটে প্রতিক্রিয়া ভেসে আসে, “স্পিড গান কি ডোপ করেছে?” মর্কেলের অবিশ্বাস্য এই গতি নিয়ে সরকারি ভাবে আইপিএল কমিটির কোনও বক্তব্য পাওয়া যায়নি।
|
আজও নেই যুবরাজ, অধিনায়ক-জটে পুণে |
চেন্নাই সুপার কিংসের পর আজ, বুধবার হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধেও চোটের কারণে বাদ পড়ছেন যুবরাজ সিংহ। “কালও যুবরাজ খেলতে পারবে না। আশা করব কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ও আবার দলে ফিরবে,” মঙ্গলবার বলেছেন রস টেলর। অন্য দিকে, পুণে-র অধিনায়ক হিসেবে টেলরকেই রেখে দেওয়া যায় কি না, তা নিয়ে ধন্ধে কর্তারা। পেপসি আইপিএলে পুণে-র নেতৃত্ব যিনি দিচ্ছেন, সেই অ্যাঞ্জেলো ম্যাথেউজ সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে এমনিতে অসুবিধা নেই। কিন্তু প্রথম চার ম্যাচে তাঁর ক্যাপ্টেন্সি মোটেও সুবিধার লাগেনি। উল্টো দিকে চেন্নাইয়ের বিরুদ্ধে টেলর দায়িত্ব পেয়েই টিমকে জয়ের সড়কে ফিরিয়ে এনেছেন।
|
সবচেয়ে ‘মিসড্ ক্রিকেটার’ কেপি |
নাইকি-র অনলাইন ভোটের বিচারে আইপিএল সিক্সে বিদেশিদের মধ্যে সবচেয়ে ‘মিসড্ ক্রিকেটার’ হচ্ছেন ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন। মোট ৩০৯৬ ভোটের ৭১.৩২ শতাংশই পেয়েছেন পিটারসেন। কেপি-র দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে চলতি আইপিএলে খেলার কথা থাকলেও হাঁটুর চোটে গোটা টুর্নামেন্ট থেকে বাদ পড়েন তিনি। পিটারসেনের পরেই শাহিদ আফ্রিদির অভাবে ভুগছেন তাঁর ভক্তেরা। আফ্রিদি ১১.৯২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়।
|
নিলামে ক্রিকেটারদের সরঞ্জাম |
আইপিএল সিক্সে জমজমাট ক্রিকেট ছাড়াও ‘কালেকটেবিলিয়ার’ ওয়েবসাইটে চলছে ক্রিকেটারদের কিটসের নিলাম। নিলামের তালিকায় এই সপ্তাহে যোগ করা হয়েছে অ্যাডাম গিলক্রিস্টের সই করা জার্সি, ডেল স্টেইনের সই করা বল আর মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের সই করা পুরো দলের ছবি।
|
ডেল স্টেইনের সঙ্গে তিনি বল করার সুযোগ পেলে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বিধ্বংসী পেস বোলিং জুটি হত তাঁদেরই, জানাচ্ছেন অ্যালান ডোনাল্ড। “আমি ডেল স্টেইনের সবচেয়ে বড় সমর্থক। মর্নি মর্কেল আর স্টেইনের জুটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভাল পেস জুটি এই মুহূর্তে। তবে স্টেইন আমার জুটি যদি কোনও ভাবে হতে পারত তা হলে সেটাই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর পেস জুটি হত,” বলেছেন পুণে ওয়ারিয়র্স কোচ ডোনাল্ড।
|
|
|
পিঙ্ক সিটিতে প্র্যাক্টিস শেষে সচিন। ছবি: পিটিআই
|
দুই নারী হাতে হার-জিৎ |
|
মোহালিতে প্রীতি জিন্টা ও জুহি চাওলা। ছবি: বিসিসিআই ও উৎপল সরকার
|
|
|
|