বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেলেন ভারতীয় বংশোদ্ভূত এক প্রতিযোগী এবং তাঁর পরিবার। মাত্র তিন ঘণ্টার মধ্যে ৪২ কিলোমিটার দৌড় শেষ করেছিলেন অজিত পাই নামের ওই প্রতিযোগী। ফিনিশ লাইনের আন্তর্জাতিক পতাকার পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর বাবা। তাঁর মা এবং স্ত্রীও ছিলেন ফিনিশ লাইনের কাছেই, বয়েলস্টন স্ট্রিটে। সেখানেই প্রথম বিস্ফোরণটি ঘটে। কিন্তু একটুর জন্য বেঁচে গিয়েছেন অজিত ও তাঁর পরিবারের সকলেই।
|
বস্টন ম্যারাথনের সঙ্গে যুক্ত ‘টাটা কনসালট্যান্সি সার্ভিসেস’(টিসিএস)-এর সমস্ত কর্মী নিরাপদেই আছেন। এ কথা জানিয়েছেন সংস্থা কর্তৃপক্ষ। সোমবার বস্টন ম্যারাথনের ‘ফিনিশ লাইনে’ দু’টি বিস্ফোরণে তিন জন নিহত হন। ম্যারাথনের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও পরিষেবা সংস্থা হিসেবে কাজ করছে টিসিএস। ম্যারাথনে যোগ দিয়েছিলেন সংস্থার কিছু কর্মীও।
|
ব্রিটিশ ছবি ‘ফোর লায়ন্স’-এর সঙ্গে বস্টন বিস্ফোরণের সাদৃশ্য নিয়ে লেখালেখি শুরু হয়েছে টুইটারে। ইংল্যান্ডের শেফিল্ড অঞ্চলের এক দল জঙ্গিকে নিয়ে ২০১০-এ বানানো হয়েছিল ‘ফোর লায়ন্স’। জর্জ অ্যান্ড্রুজ লিখেছেন, “বস্টন বিস্ফোরণের মতোই ভয়াবহ ছিল ফোর লায়ন্স ছবিটি।” আবার সোয়্যালহ্যাক নামের এক ব্যক্তির মত, “এটা বললে অন্যায় হবে না যে, বস্টন বিস্ফোরণের পিছনে যারা আছে তারা ফোর লায়ন্স ছবিটির অনুরাগী।”ইভান ফিলিপ জানিয়েছেন, “বস্টন বিস্ফোরণের সঙ্গে সাংঘাতিক মিল রয়েছে ফোর লায়ন্সের। শিল্পকেই অনুকরণ করে বাস্তব।”
|
বস্টন ম্যারাথনে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেই বিয়ে করলেন ডালাসের বাসিন্দা কেরি জনস্টন এবং রবার্ট ওয়াটলিং। এক সঙ্গে বহু রাস্তায় দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাঁরা। শিকাগো ম্যারাথনের সময়ে এনগেজমেন্ট হয়েছিল তাঁদের। বস্টন ম্যারাথনের পরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। বিস্ফোরণ সে সিদ্ধান্ত বদলাতে পারেনি।
|