টুকরো খবর
ফাঁসিদেওয়ায় খোখো’র আসর

আগামী ১৯ এপ্রিল থেকে ফাঁসিদেওয়া হাইস্কুলের মাঠে শুরু হচ্ছে সারা বাংলা আমন্ত্রণমূলক খো খো প্রতিযোগিতার আসর। রাজ্য খো খো সংস্থার উদ্যোগে ওই প্রতিযোগিতা হচ্ছে। রাজ্য পুলিশ, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া দল-সহ পুরুষ এবং মহিলা বিভাগে আটটি দল যোগ নেবে। শিলিগুড়ির মহিলা খো খো দলে ফাঁসিদেওয়ার বাসিন্দা চার জন প্রতিযোগী, জাহেদা খাতুন, পারমিতা দেবনাথ, জামেলা খাতুন, মুন্নি দেবনাথ যোগ দিচ্ছেন। পুরুষ দলেও এলাকার বিশাল মালাকার রয়েছেন। ২০১০ সালে কলকাতা জার্নালিস্ট ক্লাবের বর্ষসেরা খো খো খেলোয়াড় হন। বিশাল বাংলার অধিনায়কও ছিলেন। জেলায় ফাঁসিদেওয়াতে খো খো’র জনপ্রিয়তা বেশি। ফাঁসিদেওয়া জোনাল খো খো অ্যাসোসিয়েশন এবং স্থানীয় ইয়ুথ ক্লাবের সদস্যরা আয়োজনের তোড়জোড় শুরু করেছে। শিলিগুড়ি মহকুমা অ্যাসোসিয়েশন মূল দায়িত্বে রয়েছে। রাজ্য খো খো সংস্থার শঙ্করপ্রসাদ ভৌমিক এবং সভাপতি কমলেশ চট্টোপাধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে আসার কথা। পুরুষ বিভাগে যোগ দিচ্ছে শিলিগুড়ি, কোচবিহার, কলকাতা সব পেয়েছির আসর, নদীয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হুগলি এবং রাজ্য পুলিশ দল। মহিলা বিভাগে রয়েছে নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি দল। পুরুষ বিভাগে সেরা দল পাবে নগদ ১০ হাজার টাকা। রানার্স ৫ হাজার টাকা। মহিলা বিভাগে সেরা দল ৫ হাজার, রানার্স ৩ হাজার টাকা। ম্যান অব দ্যা টুর্নামেন্ট ২ হাজার। ২১ এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতা চলবে।

সরে গেল রেফারি অ্যাকাডেমি

সময় নিয়ে মতৈক্য। দক্ষিণ-পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (সেরসা) বনাম এআইএফএফ। আর তার জেরেই সরছে ফেডারেশনের পূর্বাঞ্চলীয় রেফারি অ্যাকাডেমি। আগামী মাসে যার সূচনা হওয়ার কথা ছিল খড়গপুরে। মে মাসের চার তারিখে তা শুরু হচ্ছে কটকে। কেন এই স্থান পরিবর্তন? ফেডারেশনের রেফারি বিভাগের প্রধান কর্নেল গৌতম কর বলছেন, “আমরা চেয়েছিলাম বছরের বাহান্নটি সপ্তাহের প্রতি শুক্রবার রাত আটটায় শিক্ষার্থীরা চেক ইন করবে খড়গপুরে রেলের স্পোর্টস হস্টেলে। ওদের প্রস্তাব শনিবার সকাল আটটায় আসুক প্রার্থীরা। কিন্তু এতে ট্রেনিংয়ের সময় কমে যাবে।” জবাবে সেরসা-র ক্রীড়া সচিব রাজেশ সিংহের বক্তব্য, “মাঠের ভাড়া ওরা কমাতে বলেছিল। সময় নিয়ে কিছু বলেনি।” যদিও পরের মুহূর্তেই তিনি বললেন, “নিয়ম তো মানতে হবে। শুক্রবার রাতে শিক্ষার্থীদের হস্টেল ছেড়ে দিলে অন্যদের বুকিং সে দিন হবে না।” সেরসা-এআইএফএফ লাভ-ক্ষতির এই হিসাবের মাঝেই ওড়িশার রাজ্য সংস্থা তাদের রাজ্যে অ্যাকাডেমি শুরু করার প্রস্তাব দিলে তা মেনে নেন গৌতমবাবুরা।

আন্তঃকলেজ ক্রিকেট

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হুগলির ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়। মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনালে হুগলির খলিসানি মহাবিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়ে দেয় তারা। এই প্রথম এই খেতাব জিতল কবি সুকান্ত মহাবিদ্যালয়। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে খলিসানি মহাবিদ্যালয় ৩২.২ ওভারে ১৮৯ রান করে। দলের পক্ষে সন্দীপন দাস ৫৮ ও অর্জুন চক্রবর্তী ২৯ রান করেন। পরে কবি সুকান্ত মহাবিদ্যালয় ৩০.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯০ রান করে। এই দলের দুই স্পিনার ছোটে রাউত ২৭ রানে ৩টি এবং নরেন্দ্র শর্মা ৪৩ রানে ৩টি উইকেট নেন। ব্যাট হাতে পিঙ্কু বাগ ৬৮, ছোটে রাউত ৪১ ও প্রকাশ যাদব ৩০ রান করেন। মোট ৩২টি কলেজ বর্ধমান মোহনবাগান মাঠের এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

ফুটবল ট্রায়াল
রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দিরের ফুটবল ট্রায়াল টালা পার্ক মাঠে, ২০-২২ এপ্রিল। শুরু সকাল সাড়ে সাতটার থেকে।

অন্য খেলায়
কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের ৮১ তম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার। সারা জীবনের স্বীকৃতি স্বরূপ সংবর্ধিত হবেন প্রাক্তন ফিফা রেফারি মিলন দত্ত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.